ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একদিন বাদেই বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। তার আগে অবশ্য চিন্তিত নয় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। তারা ভাল করেি্ জানে ঘরের মাঠে যেকোন প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর দল টাইগাররা। এ জেনেও ভাবনায় নেই দল। ওয়েস্ট ইন্ডিজের ভারপ্রাপ্ত অধিনায়ক ক্রেগ ব্রাফেট বরং সাকিব আল হাসানদের কাছ থেকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা চাইছেন।
এর আগে ভারতে প্রায় দেড় মাসের কি্রকেটে ব্যস্ত ছিল ক্যারিবীয় ক্রিকেটাররা। তারপরই এসেছে বাংলাদেশে। ভারতের কন্ডিশন আর এখানকার কন্ডিশনকে অনেকটা একইরকম। সেই প্রত্যাশা থেকেই ব্রাফেট বলেন, ‘দেখুন, ভারত সফর করে এসেছি। প্রথম টেস্টের আগে ওটা খুব ভালো প্রস্তুতি ছিল বলেই মনে করি। কন্ডিশন প্রায় একই, উইকেটেও তেমন পার্থক্য নেই।’
এ বছরের জুলাইয়ে নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজে টাইগাররা কিছুটা হলেও এগিয়ে থাকবে। তারপরও প্রস্তু ব্রাফেট বলেন, ‘চ্যালেঞ্জ থাকাই স্বাভাবিক। কাজটা মোটেও সহজ হবে না। ওরা ঘরের মাঠে খুব ভালো। কিন্তু আমাদের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে।’
ঘরের মাঠে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে টেস্টে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। কারণ প্রতিপক্ষকে মন্থর ও স্পিন বান্ধবউইকেটে বধ করেছে টাইগার বোলাররা। এনিয়ে ভাবনা নেই ক্যারিবিয়ান অধিনায়ক ব্রাফেটের। বলেন, ‘দেখুন আমরাও মন্থর উইকেট আশা করছি। এখানকার কন্ডিশন (ভারতের চেয়ে) কিছুটা ভিন্ন। আমরা যদি হোম কন্ডিশনটা আমাদের মতো করে নিতে পারি, তাহলে ম্যাচের ফল আমাদের পক্ষে আসতেও পারে। দেখা যাক কী হয়।’
Discussion about this post