এশিয়া কাপের আগেই বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হচ্ছেন নতুন কোচিং স্টাফ। বাংলাদেশ জাতীয় টি-টুয়েন্টি ক্রিকেট দলের টেকনিক্যাল কনসালটেন্ট হয়েছেন ভারতীয় অলরাউন্ডার শ্রীধরন শ্রীরাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুক্রবার এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।
ছুটির দিনের বিকেলে বিসিবির পাঠানো এই বিবৃতিতে মন্তব্য আছে প্রতিক্রিয়া জানিয়েছেন শ্রীধরনও। বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে কাজ করার জন্য ৪৬ বছর বয়সী ভারতীয় এই কোচের দেরি সইছে না।
সাবেক ভারতীয় অলরাউন্ডার ও বিশ্ব ক্রিকেটের পরিচিত কোচ শ্রীধরন শ্রীরাম। তাকে নিয়োগের ব্যাপারটি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি নিশ্চিত করেছেন। পাপন বলেন, ‘শ্রীরামকে আমরা শর্ট লিস্ট করেছিলাম, সে ওই লিস্টে ছিল। আমাদের এখানে ২১ তারিখ দুপুরবেলা আসার কথা তার। সে কোচ হিসেবে আসছে না, নিশ্চিতভাবেই প্রধান কোচ হিসেবে আসছে না। সে আসছে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে। টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত থাকবে তিনি।’
সঙ্গে জানা গেছে, এশিয়া কাপে নতুন প্রধান কোচ দেখা যেতে পারে বাংলাদেশ দলে। বর্তমান প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে টি-টুয়েন্টির দায়িত্ব থেকে মুক্তি সরাতে চায় বিসিবি। ডমিঙ্গো, শ্রীরাম ও সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে আগামী সোমবার এটা নিয়ে সিদ্ধান্ত নেবেন পাপন।
শ্রীরাম ভারতের ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক পারফরমার হলেও আন্তর্জাতিক ক্যারিয়ার তেমন ভাল নয়। ২০০০ থেকে ২০০৪ সালের মধ্যে ৮টি ওয়ানডে খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫২.৯৯ গড়ে তার রান ৯ হাজার ৫৩৯, বাঁহাতি স্পিনে শিকার করেন ৮৫ উইকেট।
অস্ট্রেলিয়া ‘এ’ দলে কোচ হিসেবে কাজ করেছেন। ২০১৬ সালে ড্যারেন লিমান অস্ট্রেলিয়ার কোচ হওয়ার পর স্পিন পরামর্শক করা করা হয় তাকে। ছয় বছর অস্ট্রেলিয়া জাতীয় দলে নানা ভূমিকায় কাজ করেছেন। এরপর আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের কোচও ছিলেন।
আগামী ২৭ আগষ্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু এবারের এশিয়া কাপ। ৩০ আগষ্ট বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে।
Discussion about this post