ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে অনেকটা মনের জোরে খেলেছেন তিনি। পেইন কিলার নিয়ে একটানা খেলে ক্লান্ত সাকিব আল হাসান। এশিয়া কাপ শুরুর আগেই অস্ত্রোপচারের পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কথায় পাল্টে ফেলেন সিদ্ধান্ত। টুর্নমেন্ট শেষেই সার্জারি করাবেন।
যদিও এখন একটি গণমাধ্যমে সাকিব বলেছেন তিনি ২০-৩০ ভাগ ফিট। তবে বাঁহাতের কনিষ্ঠায় ব্যথা নিয়েই গত কিছুদিন ধরে খেলছেন সাকিব। তবে তাকে পেয়ে খুশি মাশরাফি বিন মর্তুজা। জাতীয় দলের এই অধিনায়ক বৃহস্পতিবার বলছিলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিবের পারফরম্যান্স ছিল দারুণ। দলের জয়ে ওর অনেক অবদান ছিল। যদি ওই পারফরম্যান্স এশিয়া কাপে থাকে, তাহলে যথেষ্ট। সাকিবের খেলার সিদ্ধান্তটা সাকিবের নিজের। ওখানেও সাকিবের থেকে একই পারফরম্যান্স প্রত্যাশা করছি। সাকিব থাকায় পুরো দলই অনেক উজ্জীবিত।’
যদিও টাইগার হেড কোচ স্টিভ রোডসের ধারনা সাকিব যা বলেছেন, তার চেয়েও তিনি অনেক বেশি ফিট। দলের জন্য এই অলরাউন্ডার কতটা অপরিহার্য, সেটিও মনে করিয়ে দিলেন কোচ।
রোডস বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার বিশ্বাস করি না, সে ২০-৩০ ভাগ ফিট। আমার মনে হয়, আরও অনেক বেশি ফিট। এই ধরনের মন্তব্য অবশ্য সংবাদের শিরোণাম হয়েছে। তবে আমি মোটামুটি নিশ্চিত, সাকিব আরও বেশি ফিট। সত্যি বলতে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের চেয়ে খুব আলাদা অবস্থায় নেই। ওয়েস্ট ইন্ডিজে ও ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে ছিল দুর্দান্ত।’
এখানেই শেষ নয়, স্টিভ রোডস আরো বলেন, ‘ওর তার অস্ত্রোপচার লাগবে। সে বোর্ড সভপাতির সঙ্গে কথা বলার পরই সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের জন্য এশিয়া কাপ খুব গুরুত্বপূর্ণ। সে অবশ্যই পুরো ফিট নয়। তবে সে যদি ক্যারিবিয়ানের মতো কোনো অংশে খেলতে পারে, বাংলাদেশের জন্য সেটিই হবে দারুণ কিছু। সাকিব ৬০-৭০ ভাগ ফিট থাকলেও তার কাছ থেকে অনেক কিছু পাওয়ার আছে।’
এশিয়া কাপ মিশনে রোববার সংযুক্ত আরব আমিরাতে পথে দেশ ছাড়বে টাইগাররা। ১৫ সেপ্টেম্বর দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু লড়াই। গ্রুপপর্বে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ আফগানিস্তান।
এদিকে সাকিব আপাতত ছুটি কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রে। নিউইয়র্ক থেকেই সরাসরি দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
Discussion about this post