ইনজুরিতে দুই ম্যাচ আগেই বিশ্বকাপ শেষ হয়েছে তার। তার প্রভাব পড়ল টি-টোয়েন্টির অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও। এবার লড়াইয়ে সাকিব আল হাসানকে পেছনে ফেললেন মোহাম্মদ নবি। গেল সপ্তাহের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে মঙ্গলবার র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করে আইসিসি। যেখানে দুইয়ে নেমে গেলেন তিনি।
র্যাঙ্কিংয়ের হালনাগাদে সাকিবের ১১ রেটিং পয়েন্ট কমেছে। আফগানিস্তান অলরাউন্ডার নবির বর্তমান রেটিং পয়েন্ট ২৬৫।
এদিকে অলরাউন্ডারদের তালিকায় আরও উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শের। ৪ নম্বরে উঠেছেন ম্যাক্সওয়েল, পাঁচ ধাপ এগিয়ে মার্শ ৯ নম্বরে। তিনে ভানিন্দু হাসারাঙ্গা।
২০ ওভারের ক্রিকেটে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা শীর্সে উঠলেন এইডেন মারক্রাম। সুপার টুয়েলভে ইংল্যান্ডের বিপক্ষে ২৫ বলে ৫২ রান করেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান। এরপরই আছেন বাবর আজম ও দাভিদ মালান।
বোলারদের মধ্যে এগিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জ্যাম্পা ও জশ হেইজেলউড। হেইজেলউড ১১ ধাপ এগিয়ে আটে। শীর্ষ চার স্থানে যথাক্রমে রয়েছেন হাসারাঙ্গা, তাবরাইজ শামসি, আদিল রশিদ ও রশিদ খান।
Discussion about this post