ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চলতি বছরের ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে সাকিব আল হাসানের। যে কারণে তার আর মাঠে ফিরতে বাঁধা থাকছে না। এজন্য শ্রীলঙ্কা সফর থেকেই তাকে দলে পাওয়ার আশা করছেন জাতীয় দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের।
করোনার কারণে লম্বা সময় মাঠের বাইরে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটারা। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের পর আর খেলা হয়নি তাদের। শ্রীলঙ্কায় করোনার প্রকোপ কম থাকায় দ্বীপদেশটির সফরের মাধ্যমেই মাঠে ফিরবে বাংলাদেশ দল। সেখানেই সাকিবকে পাওয়ার আশা করছেন বাশার। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শ্রীলঙ্কা সফরেই সাকিবকে দলে পাওয়ার আশা করছি। সাকিবকে আমাদের খুব প্রয়োজন। যেহেতু অনেকদিন ধরে খেলার বাইরে আছি, সবকিছু এখন নতুন করে শুরু করতে হচ্ছে। এই সময় আমাদের পূর্ণ একাদশ নিয়ে খেলা দরকার।’
সাকিব নিষিদ্ধ হওয়ার পর থেকেই পূর্ণ শক্তির দল পায়নি টিম টাইগার্স। তবে আগামী অক্টোবরে লঙ্কা সফরে সাকিবকে নিয়ে সে অপূর্ণতা ঘোচাবে বাংলাদেশ। তবে শ্রীলঙ্কা সিরিজ অক্টোবরের মাঝামাঝি বা শেষ সময়ে শুরু হলে এক টেস্টে সাকিবকে নাও পেতে পারে দল। এ ব্যাপারে বাশার বলেন, ‘সাকিব ফিরলে বাংলাদেশ দলের জন্য অনেক সুবিধা হবে। ভারতে দুটি টেস্ট ও পাকিস্তান সফরে সাকিব ছিল না। তাকে আমরা মিস করেছি। পাকিস্তানে মুশফিকও ছিল না। আমরা পুরো একাদশ নিয়ে খেরতে পারছি না। সাকিব দলে থাকলে অনেক সমস্যারি সমাধান হয়ে যাবে।’
নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতে সাকিবের লাগবে আর মাত্র তিন মাস। এজন্য এ তারকা আগামী মাসেই বিকেএসপিতে অনুশীলন শুরু করবেন। এরইমধ্যে এ ব্যাপারে বিসিবি থেকে তিনি পেয়েছেন সবুজ সংকেত।
Discussion about this post