একদিন পরই ঢাকায় আসবেন সাকিব আল হাসান। তার আগে আজ বুধবার সুখবর পেলেন তিনি। শেষবারের মতো তাকে রেখে টেস্ট স্কোয়াডে ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলটিতে আছেন সাকিব, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলে টেস্টকে বিদায় জানাবেন তিনি।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে থাকা দল থেকে বাদ পড়েছেন খালেদ আহমেদ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা দল রয়েছে ঢাকায়। মিরপুরে প্রথম টেস্ট শুরু হবে ২১ অক্টোবর। দ্বিতীয় টেস্ট আগামী ২৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু।
এদিকে বুধবারই ঢাকায় পা রেখেছেন বাংলাদেশ দলের নতুন কোচ ফিল সিমন্স। এর আগে মঙ্গলবার বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ জানান, চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করেছেন তারা।
প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
Discussion about this post