বার্বাডোজের ফ্লাইটের টিকেটও নিশ্চিত করেছিলেন সাকিব আল হাসান। কিন্তু লন্ডনে থাকাবস্থায় বৃহস্পতিবার হঠাৎ করে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর ই-মেইল পেয়ে চমকে উঠলেন। পরিষ্কার নির্দেশের শব্দে সেখানে লেখা-‘যেহেতু আপনি যথানিয়মে অনাপত্তি ছাড়পত্র (এনওসি) নিয়ে যাননি, তাই অনতিবিলম্বে আপনাকে দেশে ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে।’
বিসিবি থেকে এ নির্দেশ পেয়ে সাকিব অন্য কোনো উপায় না দেখে দেশে ফেরার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
উল্লেখ্য, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার জন্য সাকিব বুধবার লন্ডন উড়ে যান। সেখান থেকে ৪ জুলাই তার বার্বাডোজের ফ্লাইট ধরার কথা ছিল। কিন্তু যেহেতু তিনি সঠিক উপায়ে বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র নিয়ে যাননি তাই এ হুকুম জারি করেছে বিসিবি।
কাল রাতে বিসিবির এ নির্দেশের বিষয়টি ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন নিশ্চিত করেন।
জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজ রওনা হওয়ার আগে সাকিব ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েছিলেন। কিন্তু বিসিবির কাছ থেকে লিখিত অনুমতি না নিয়েই তিনি দেশ ছাড়েন।
বিসিবি এখন সেটাকেই দোষ ধরে ক্ষমতা দেখাল!
সুত্র: সকালের খবর
Discussion about this post