ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ব্যক্তিগত ১০ রানেই ফিরে যেতে পারতেন তিনি। মাশরাফি বিন মর্তুজার বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে দেন। কিন্তু সাব্বির রহমান সেই সুযোগ কাজে লাগাতে পারেন নি। এরপর আর পিছু ফিরে তাকান নি ওয়ার্নার। তুলে নেন শতরান। তারই পথ ধরে পেছনে ফেলেন সাকিব আল হাসানকে।
বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে শতরানে সবাইকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেছেন ওয়ার্নার। একই ইনিংসে সাকিবকে টপকে যান আরেক অজি ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চও। আগের ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি দিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় শীর্ষে আসেন সাকিব।
নটিংহ্যামে মাঠে নামার আগে অ্যারন ফিঞ্চের ৫ ইনিংসে তার রান ছিল ৩৪৩ রান। সাকিবের ছিল ৪ ইনিংসে ৩৮৪। ফিঞ্চ ফেরেন ৫৩ রানে। এবারের বিশ্বকাপে ৬ ম্যাচে তার রান ৩৯৬।
ওয়ার্নার সবাইকে টপকে যান সবাইকে। বৃহস্পতিবার টাইগারদের বিপক্ষে ১৬৬ রান করে আউট হন তিনি। টুর্নামেন্টে তার রান ৪৪৭! চলতি বিশ্বকাপে তার ব্যাট থেকে এসেছে দুটি শতরান ও দুটি অর্ধশতক। এদিন ম্যাচে ৫৫ বলে ওয়ার্নার তুলেন ফিফটি! ১১০ বলে সেঞ্চুরি। এটি তার ওয়ানডেতে ১৬তম শতক।
বল টেম্পারিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়ার্নারের দাপুটে ব্যাটিংয়ে রান পাহাতে উঠে বসে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে তারা তুলে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮১ রান।
Discussion about this post