দেশের বাইরে নিয়মিত টেস্ট খেলার সুযোগ না পেয়ে বহুদিন আক্ষেপ করেছেন তাইজুল ইসলাম। অথচ সেই তিনিই আজ বাংলাদেশের টেস্ট ইতিহাসের শীর্ষ উইকেটশিকারীর তালিকায় সাকিব আল হাসানের পাশে দাঁড়িয়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে চার উইকেট নিয়েই তিনি স্পর্শ করেন ২৪৬ উইকেটের মাইলফলক। সাকিবকে ছুঁতে তাইজুলের প্রয়োজন ছিল ঠিক চারটি উইকেট, আর তিনি সেটি তুলে নেন মাত্র ৩৫.৩ ওভার বোলিং করেই।
বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান ১২১ ইনিংসে ২৪৬ উইকেট নিয়েছেন। সেখানে তাইজুল সেই সংখ্যায় পৌঁছেছেন ২০ ইনিংস কম খেলে। বোলিং গড় ও স্ট্রাইক রেটেও সামান্য এগিয়ে আছেন তিনি-সাকিবের গড় ৩১.৭২, স্ট্রাইক রেট ৬৩.৭, আর তাইজুলের গড় ৩১.১৪ এবং স্ট্রাইক রেট ৬১.২।
যদিও ইনিংসে পাঁচ উইকেট শিকারের সংখ্যায় সাকিবই এগিয়ে (১৯ বার), তবে তাইজুলও খুব পিছিয়ে নেই-১৭ বার পাঁচ উইকেট এবং দুইবার ম্যাচে ১০ উইকেট পেয়েছেন তিনি। ক্যারিয়ার সেরা তার ৩৯ রানে ৮ উইকেট।
মিরপুরে তার এই মাইলফলক ছোঁয়ার দিনের শুরুতে আয়ারল্যান্ডের ব্যাটিং ছিল বেশ স্থিতিশীল। লরকান টাকার ও স্টিফেন দোহেনির ৮১ রানের জুটি বাংলাদেশকে চাপে ফেলতে শুরু করেছিল। আগের দিন হ্যারি টেক্টরকে ফিরিয়ে আনার পর নতুন দিনে এই জুটি ভাঙার দায়িত্বও নেন তাইজুল। ডোহেনিকে ৪৬ রানে বোল্ড করেন তিনি, এরপর পরের বলেই অ্যান্ডি ম্যাকব্রাইনকে ফেরান। শেষ ব্যাটসম্যান ম্যাথু হামফ্রিসকে আউট করে ইতিহাস ছোঁয়ার মুহূর্তটি নিশ্চিত করেন তিনি। তার বোলিং ফিগার দাঁড়ায় ৩৫.৩ ওভারে ৬ মেডেনসহ ৭৬ রান দিয়ে ৪ উইকেট।
তাইজুলের সাম্প্রতিক ধারাবাহিকতাও চোখে পড়ার মতো। রাজনৈতিক প্রেক্ষাপট ও অন্যান্য কারণ মিলিয়ে সাকিবের টেস্ট অধ্যায় কার্যত থমকে গেছে, আর তার অনুপস্থিতিতে টানা ১০ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন এই বাঁহাতি স্পিনার। এ সময়ে তিনি নিয়েছেন ৫০ উইকেট, যা তার দায়িত্ববোধ ও পারফরম্যান্সের স্থিতিশীলতার প্রতিফলন।
বাংলাদেশের হয়ে টেস্টে তাইজুল ও সাকিবের পর তৃতীয় স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ ৯৭ ইনিংসে ২০৯ উইকেট। এরপর আছেন সাবেক তারকা মোহাম্মদ রফিকের ১০০ উইকেট এবং পঞ্চম স্থানে মাশরাফি বিন মুর্তজা ৭৮ উইকেট নিয়ে।
এখন অপেক্ষা শুধু আরও একটি উইকেটের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাইজুলের সামনে সুযোগ থাকবে সাকিবকে ছাড়িয়ে এককভাবে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারী হওয়ার।










Discussion about this post