ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
৯ এপ্রিল শুরু আরেকটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আসর। তার আগে উত্তাপ গাঁয়ে লাগছে ক্রিকেট ভক্তদেরও। এরমধ্যে শুরু হয়েছে নানা পর্যালোচনা। মতামত দিচ্ছেন বিশ্লেষকরা। সুনীল গাভাস্কার অবশ্য চোখ রাখলেন অতীতে। ভারতীয় এই কিংবদন্তি জানালেন আইপিএলে তার গড়া সর্বকালের সেরা একাদশের নাম। যদিও তার এই একাদশে জায়গা হয়নি বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের।
সাকিব আইপিএলে দারুণ সফল। ইতিহাসে দুইবার ট্রফি জিতেছে কলকাতা নাইট রাইডার্স। সেই ২০১২ ও ২০১৪ দুই মৌসুমে দলে ছিলেন সাকিব। দারুণ সফলও তিনি। এমনিতে আইপিএলে মোট ৬৩টি ম্যাচ খেলেছেন সাকিব। ৪৬টি ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন। করেছেন ৭৪৬ রান। স্ট্রাইকরেট ১২৬.৬৬। বল হাতে সাকিব ৬২ ইনিংসে নেন ৫৯টি উইকেট। কিন্তু এমন সাফল্যে গাভাস্কারের মন জয় করা হয়নি।
গাভাস্কারের আইপিএলের সর্বকালের সেরা একাদশে অধিনায়ক হিসেবে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ব্যাটিং, উইকেটরক্ষণ ও অধিনায়কত্ব, তিন গুণে তিনি জায়গা পেয়েছেন তার দলে। ১৯৮৩ বিশ্বকাপজয়ী ব্যাটসম্যান গাভাস্কার ওপেনিং জুটিতে নিয়েছেন রোহিত শর্মা ও ক্রিস গেইল।
তিন ও চারে আছেন যথাক্রমে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও বিরাট কোহলি। তারপরই চেন্নাই সুপার কিংস তারকা সুরেশ রায়না ও বেঙ্গালুরুর দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। অলরাউন্ডার হিসেবে দলে রবীন্দ্র জাদেজা, সুনীল নারাইন।
পেস বোলার কোটায় সানরাইজার্স হায়দ্রাবাদের ভুবনেশ্বর কুমার ও মুম্বাই ইন্ডিয়ান্সের যশপ্রীত বুমরাহকে নিয়েছেন গাভাস্কার। দ্বাদশ খেলোয়াড় দলে মুম্বাই ইন্ডিয়ান্সের লঙ্কান লিজেন্ড লাসিথ মালিঙ্গা।
গাভাস্কারের সেরা আইপিএল একাদশ-
রোহিত শর্মা, ক্রিস গেইল, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, সুরেশ রায়না, এবি ডি’ভিলিয়ার্স, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, সুনীল নারিন, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, ও লাসিথ মালিঙ্গা (দ্বাদশ ব্যক্তি)।
Discussion about this post