ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সব কিছুই চলছিল ঠিকঠাক। কিন্তু হঠাৎ করেই কয়েকদিন আগে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে গোপন করায় আইসিসি থেকে দু’বছরের নিষেধাজ্ঞার খবর পান সাকিব আল হাসান। এরমধ্যে তার রয়েছে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা। যে কারণে রবিবার থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে নেই তিনি। স্বাভাবিকভাবেই তাকে খুব করেই মিস করছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।
রবিবারের ম্যাচকে ঘিরে নিজেদের তৈরি করছেন মুশফিক-মাহমুদউল্লাহরা। কিন্তু সেখানে রাসেল ডমিঙ্গো খুঁজে পাচ্ছেন না প্রিয় শিষ্য সাকিবকে। তাকে খুব করেই মিস করছেন তিনি, ‘সাকিবকে যে কেউ মিস করবে। সে দুর্দান্ত ক্রিকেটার, বিশ্বমানের অলরাউন্ডার। সবাই তার পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকে। সাকিব না থাকাটা আমাদের জন্য বড় ক্ষতি। এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সে যে ভুল করেছে তার মাশুল গুণছে। তাকে হারানোটা অবশ্যই দলের জন্য ক্ষতি। সাকিবের ক্ষতি দলের পারফরম্যান্সকেও প্রভাবিত করবে। তবে কোচ হিসেবে আমাদের কাজ বিশ্বকাপের আগে দলকে প্রস্তুত করা এবং প্রস্তুত রাখা।’
গেল কিছুদিন বাংলাদেশের ক্রিকেটে যেন এক ঝড় বয়ে গেল। এখনও তা কাটিয়ে উঠতে পারেনি টিম টাইগার্স। তবে ডমিঙ্গো বলেছেন কখনও কখনও এমন ঘটনার মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হয়, ‘আমাদের জন্য গত কয়েক সপ্তাহ কঠিন ছিল। তবে কখনও কখনও এমন ঘটনার মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হয়। ছেলেরা এখানে সত্যিই কঠোর পরিশ্রম করছে। আমাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। সবাই এই সফরটি উপভোগ করছে বলে মনে হচ্ছে।’
সাকিব না থাকায় তরুণ ক্রিকেটারদের মেলে ধরার ভালো সুযোগ দেখছেন ডমিঙ্গো, ‘সাকিবের অনুপস্থিতি তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্স এবং তাদের প্রতিভা মেলে ধরার সুযোগ করে দিয়েছে। ভারতের মতো দলের বিপক্ষে এটা তাদের অভিজ্ঞতা গ্রহণের সুযোগ। এই সিরিজে কোহলি নেই, সাকিব নেই। সাকিব না থাকায় ভারতের জন্য আর কোহলি না থাকায় বাংলাদেশের জন্য ভালো। কোহলি যদি খেলত তাহলে আমাদের জন্য অন্যদিক দিয়ে ভালো হতো। কারণ সে বিশ্বের সেরা একজন ব্যাটসম্যান। আমরা বিশ্বসেরাদের বিপক্ষে খেলতে চাই। আপনি যদি ছেলেদের জিজ্ঞাসা করেন তারা জানাবে কোহলির বিপক্ষে খেলতে চায়। কোহলির দক্ষতার বিপক্ষে পরীক্ষা দিতে আমার ছেলেরা পছন্দ করবে। কোহলি যেভাবে দিনের পর দিন খেলে যাচ্ছে তাতে তার বিশ্রামের পক্ষে আমরা। তবে, কোচ হিসেবে আমি আনন্দিত কোহলি আমাদের বিপক্ষে খেলছে না।’
আগামী ৩ নভেম্বর দিল্লিতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সন্ধ্যা ৭.০০ টায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর প্রতিবেশি দেশটির বিপক্ষে টাইগাররা লড়বে ৭ ও ১০ নভেম্বর। এরপর দুটি টেস্ট খেলবে লাল-সবুজ প্রতিনিধিরা। কিন্তু সেখানে কোন ম্যাচেই সাকিবকে পাবেন না মুশফিক-মাহমুদউল্লাহরা।
Discussion about this post