ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
পাকিস্তান ক্রিকেটে তিনি কিংবদন্তিদেরও কিংবদন্তি। ব্যাট হাতে দাপটে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন সাঈদ আনোয়ার। সেই মহাতারকার কথাই ফের মনে করিয়ে দিলেন শান মাসুদ। সবশেষ ১৯৯৬ সালে ইংল্যান্ডে টেস্টে পাকিস্তানের কোনো ওপেনারের সেঞ্চুরি দেখছিল বিশ্ব। সিরিজ জয়ী সেই সিরিজে তিন অঙ্কের দেখা পেয়েছিলেন সাঈদ আনোয়ার। দুই যুগের অপেক্ষা শেষে ওপেনার শান মাসুদ পেলেন শতরান।
২৪ বছর আগে ওয়াসিম আকরামের নেতৃত্বে সিরিজে পাকিস্তান জিতেছিল ২-০ ব্যবধানে। ইংল্যান্ডে প্রথমবারের মতো খেলে ম্যাজিক দেখান সাঈদ আনোয়ার। বাঁহাতি এই ওপেনার প্রথম টেস্টে দলের জয়ের ম্যাচে লর্ডসে করেন ৭৪ ও ৮৮। শেষ টেস্টে সিরিজ জয় নিশ্চিত করার ম্যাচে ওভালে ১৭৬ রানের ইনিংস খেলেন তিনি।
বাঁহাতি ওপেনার মাসুদ ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন শেষে অপরাজিত ছিলেন ৪৬ রানে। দ্বিতীয় দিনে বৃহস্পতিবার আউট হলেন ক্যারিয়ার সেরা ১৫৬ রানে। তার ব্যাটেই ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পথ পেয়েছে পাকিস্তান।
এমন ইনিংসের পর পাকিস্তান কোচ মিসবাহ-উল-হক মেতেছেন মাসুদ বন্দনায়। তিনি বলেন, ‘দেখুন, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার ও ওকসকে নিয়ে গড়া পেস আক্রমণের বিপক্ষে ও খেলল অসাধারণ এক ইনিংস। কঠোর পরিশ্রমের ফল পেয়েছে মাসুদ।’
মিসবাহ বলেন, ‘ওর পারফরম্যান্সে আমি খুবই সন্তুষ্ট। মাসুদ সেঞ্চুরির পরপরই যদি সে আউট হয়ে যেত, দল তাহলে বিপদে পড়ত। কিন্তু ও দেড়শ করেছে আর প্রায় শেষ পর্যন্ত টেনেছে দলকে। সব মিলিয়ে এই ইনিংসটি সত্যিই স্পেশাল।’
মাসুদ দেখেশুনে খেলে ১৫৬ বলে করেন ফিফটি। ২৫১ বলে সেঞ্চুরি। সব মিলিয়ে যোগ্যতার পরিধিটা দেখিয়েছেন এই ওপেনার।
Discussion about this post