ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অভিজ্ঞতা কাজে লাগল। এবার ঠিকই বড় ইনিংস খেললেন সাইফ হাসান। অধিনায়ক তুলে নিলেন সেঞ্চুরি। তৌহিদ হৃদয় ও শামীম হোসেনের ব্যাটও কথা বলল। তার পথ ধরে সিরিজের তৃতীয় ওয়ানডেতে সহজেই আয়ারল্যান্ড ‘এ’ দলকে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের দলটি জিতেছে ৬ উইকেটে। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ ইমার্জিং।
৪৩ বলে হাফসেঞ্চুরি করেন সাইফ। এরপর ১০৮ বলে শতক। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটি এই ব্যাটসম্যানের সপ্তম সেঞ্চুরি। তার দাপটেই ২৬১ রানের লক্ষ্য ২৭ বল বাকি থাকতেই টপকে যায় স্বাগতিকরা।
সাইফ ও হৃদয় ১৪.১ ওভারেগড়েন ৬৮ রানের জুটি। ১২৫ বলে ১১ চার ও ৫ ছক্কায় ১২০ রান করে ফেরেন সাইফ। ৪৪ বলে এক ছক্কা ও তিন চারে ৪৩ রানে অপরাজিত হৃদয়। শামীম ৪৪।
শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ওয়ানডেতে লড়বে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর-
আয়ারল্যান্ড ‘এ’ দল: ৫০ ওভারে ২৬০/৭ (ম্যাককলাম আহত অনুপস্থিত ৪০*, প্রিটোরিয়াস ৭, ললোর ২১, টেক্টর ৩৬, ক্যাম্পার ৪৩, টাকার ৮২*, ডেল্যানি ৯, গেটকেট ১, হিউম ১, গ্যারেথ ৪; মুকিদুল ১০-১-৫৩-৩, সুমন ১০-০-৫১-১, খালেদ ১০-০-৭৬-০, রকিবুল ১০-০-২৮-০, সাইফ ৪-০-২১-০, শামীম ২-০-৯-০, হৃদয় ৪-০-১৮-১)
বাংলাদেশ ইমার্জিং দল: ৪৫.৩ ওভারে ২৬৪/৪ (সাইফ ১২০, তানজিদ ১৭, মাহমুদুল ১৬, ইয়াসির ১৩, হৃদয় ৪৩*, শামীম ৪৪*; হিউম ৮-১-৪১-০, চেইস ৮.৩-০-৫২-১, প্রিটোরিয়াস ৮-২-৪১-১, গার্থ ৮-০-৫৭-২, ডেলানি ১০-০-৫২-২)
ফল: বাংলাদেশ ইমার্জিং দল ৬ উইকেটে জয়ী
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে বাংলাদেশ ইমার্জিং দল
Discussion about this post