ভাগ্য সুপ্রসন্নই বলতে হবে বাংলাদেশের। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অনেকটা সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে থাকছে- ভারত, নেপাল ও স্বাগতিক মালয়েশিয়া। মোট তিন ভেন্যুতে ১০ থেকে ১৯ নভেম্বর হবে ৮ দলের টুর্নামেন্ট। এই আসরের জন্য সোমবার দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের দলের অধিনায়ক ব্যাটসম্যান সাইফ হাসান। সহ-অধিনায়ক অলরাউন্ডার আফিফ হোসেন।
১১ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। এক দিনপরই মালয়েশিয়ার সঙ্গে লড়াই। ১৪ নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ১৬ ও ১৭ নভেম্বর দুটি সেমি-ফাইনাল। ১৯ নভেম্বর ফাইনাল।
টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের প্রতিপক্ষ ওয়েস্টার্ন রিজিওনের চ্যাম্পিয়ন দল।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সাইফ হাসান (অধিনায়ক), আফিফ হোসেন (সহ-অধিনায়ক), নাঈম হাসান, পিনাক ঘোষ, তৌহিদ হৃদয়, মাহিদুল ইসলাম ভূঁইয়া, মোহাম্মদ রকিব, রবিউল হক, হাসান মাহমুদ, কাজী অনিক ইসলাম, রনি হোসেন, আমিনুল ইসলাম, শাখাওয়াত হোসেন, নাঈম শেখ ও শাকিল হোসেন।
Discussion about this post