ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ করোনা পজিটিভ, এই খবরের রেশ থাকতেই এবার আক্রান্ত মুমিনুল হক। টেস্ট অধিনায়ক একা নন, কোভিড পজেটিভ তার স্ত্রী ফারিহা বাশারও। কোভিড পরীক্ষার পর পজিটিভ এসেছে তাদের।
দুদিন ধরে হালকা জ্বর অনুভূত হচ্ছিল মমিনুলের। তার আর কোন উপসর্গ ছিল না। এরপর টেস্ট করিয়ে জানা গেল টেস্ট অধিনায়ক করোনা পজিটিভ। তারা এখন মিরপুরে তাদের বাসায় কোয়ারেন্টিনে আছেন।
এইতো অক্টোবরে বিসিবি প্রেসিডেন্টস কাপে খেলেন মুমিনুল। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপেও খেলতে প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটেও তাকে নির্বাচকরা রেখেছিলেন। এ অবস্থায় এখন করোনা পজিটিভ।
যদিও এখন প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলছেন মুমিনুল। আসন্ন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি খেলতে পারবেন কি না, তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।
মুমিনুল, রিয়াদের আগে করোনা পজেটিভ হয়েছিলেন সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। তালিকায় আছেন আবু জায়েদ রাহী, নাজমুল ইসলাম অপু। গত মাসে অনূর্ধ্ব-১৯ দলের বেশ কয়েকজন ক্রিকেটার এবং কোচিং স্টাফও করোনা পজিটিভ হয়।
Discussion about this post