ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ম্যাচ শুরুর আগে বিশ্লেষকরা বলছিলেন-অনায়াসেই বাংলাদেশকে হারাবে ভারত। কারণ সাম্প্রতিক ফর্ম, ফিফা র্যাঙ্কিং সবকিছুতেই বেশ পিছিয়ে ছিল সফরকারীরা। কিন্তু জামাল ভূঁইয়া ঠিকই কথা দিয়েছিলেন। হৃদয় ভাঙতে চান ভারতীয়দের। ঠিক তাই করলেন। কথা রাখলেন।
মঙ্গলবার রাতে কলকাতার ঐতিহ্যবাহী সল্টলেক স্টেডিয়ামে ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে ‘ই’ গ্রুপের ম্যাচে ভারতকে আটকে দিয়েছে বাংলাদেশ। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচ। দুই হারের পর প্রথম পয়েন্টের দেখা পেয়েছে জেমি ডের দল।
ম্যাচে জামাল ভুইয়ার দারুণ ফ্রি কিক থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন সাদউদ্দিন। এরপর শেষ দিকে এসে গোল হজম করে দল। তবে দাপুটে জামাল ভূঁইয়ারা বুঝিয়ে দিয়েছেন সুদিন আসছে। ফিফা স্বীকৃত পরিসংখ্যানে ভারতের বিপক্ষে এটি বাংলাদেশের ১১ নম্বর ড্র। শক্তিশালী দলটির বিপক্ষে ১৬ বছর পর জয়ের সম্ভাবনা জাগিয়ে হেরেছে বাংলাদেশ।
তবে প্রতিপক্ষের মাঠে দল খেলেছে দাপুটে ফুটবল। তরুণ উইঙ্গার সাদউদ্দিনের হাত ধরে বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ পেল প্রথম গোল। কিন্তু শেষদিকে এসে ব্রেন্ডন ফেরনান্দেসের কর্নারে আদিলের জোরালো হেডে গোল খেয়ে বসে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৮৩ ধাপ এগিয়ে থাকা ভারতের সঙ্গে নিয়ে ফেলাটাও মন্দ নয়।
মনে রাখার মতো ফুটবলই খেলল লাল-সবুজের প্রতিনিধিরা।
Discussion about this post