ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনার কারণে ২০২০ সালের বেশিরভাগ সময়ই বাংলাদেশ ক্রিকেটে কেটেছে মাঠের বাইরে। তারপরও যেটুকু মাঠ মাতানোর সুযোগ পেয়েছিল টাইগাররা তার মধ্যেই অনন্য নজির গড়েছেন তামিম ইকবাল ও লিটন কুমার দাস। তারা দু’জনেই তাই জায়গা করে নিয়েছেন গত বছর ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির সেরা পাঁচে।
দু’টি করে সেঞ্চুরি নিয়ে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছেন তামিম-লিটন। আর তিন সেঞ্চুরি নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ।
শুক্রবার (২০২০ সালে ওডিআইতে শীর্ষ পাঁচ সেঞ্চুরিয়ানের নাম প্রকাশ করে আইসিসি। এতে দেখা যায়, তিনটি সেঞ্চুরি পাওয়া স্টিভ স্মিথ আছেন সবার শীর্ষে। দ্বিতীয় অবস্থানে ওপেনার তামিম ইকবাল। তৃতীয় অবস্থানে রয়েছেন লিটন দাস। প্রত্যেকেই দু’টি করে সেঞ্চুরি হাঁকিয়েছেন। তালিকার চতুর্থ ও পঞ্চম অবস্থানে থাকা ব্যাটসম্যানেরাও দু’টি করে সেঞ্চুরি পেয়েছেন এবছর। তারা হলেন- যথাক্রমে ওমানের আকিব ইলিয়াস এবং আরেক অস্ট্রেলিয়ান অ্যারন ফিঞ্চ।
প্রাণঘাতী করোনার কারণে গত মার্চের পর আর কোনো ওযানডে খেলেনি টাইগাররা। সে মাসে জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচের হোম সিরিজ খেলে বাংলাদেশ। সেই সিরিজেই দু’টি করে সেঞ্চুরি করেন তামিম ও লিটন দাস। এর মধ্যে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৩৬ বলে ১৫৮ করেন তামিম। এটি ওডিআইতে এক ম্যাচে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। একই সঙ্গে বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ওডিআইতে সাত হাজারের বেশি রান করার মাইলফলকও অর্জন করেন তিনি। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ১০৯ বলে ১২৮ রান করে দ্বিতীয় সেঞ্চুরিটি অর্জন করেন তামিম। এদিকে এ সিরিজে লিটন প্রথম ম্যাচে করেছিলেন ১০৫ বলে ১২৬ রান। আর তৃতীয় ম্যাচে ১৪৩ বলে ১৭৬ রান করে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ স্কোরারের রেকর্ড গড়েন।
Discussion about this post