ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জাতীয় দল থেকে ছিটকে গেছেন চার বছর আগেই। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক খেলে গেছেন ফ্রাঞ্চাইজি ক্রিকেটে। কিন্তু এবার ব্রেন্ডন ম্যাককালাম সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিয়েছেন। কানাডায় অনুষ্ঠিত গ্লোবাল টি-টুয়েন্টি লিগের শেষ দিনে তিনি এই ঘোষণা দিলেন তিনি।
ম্যাককালাম টুইটারে লিখেছেন, ‘সন্তুষ্টির সঙ্গেই আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। আমি ইউরো টি-টুয়েন্টি স্লামেও খেলব না। আমার ২০ বছরের পেশাদার ক্যারিয়ারে আমি যা অর্জন করেছি তা নিয়ে গর্বিত। আমি প্রথম যেদিন খেলতে শুরু করি তখন যা স্বপ্ন দেখেছিলাম তার চেয়েও অনেক বেশি পেয়েছি। খেলাটা চালিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু সবকিছুতে মানিয়ে নেওয়া আমার জন্য কঠিন হয়ে যাচ্ছিল।’
সেই ২০১৬ সালে টেস্ট, ওয়ানডে আর টি-টুয়েন্টি ক্রিকেটকে বিদায় বলেন ম্যাককালাম। তবে টি-টুয়েন্টি লিগে খেলে যাচ্ছিলেন তিনি। গ্লোবাল টি-টুয়েন্টি লিগে খেলেন টরেন্টো ন্যাশনালসের হয়ে। ৩৭০টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। করেন ৯৯২২ রান।
৩৭ বছর বয়সী ম্যাককালাম নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন ১০১ টেস্ট। করেছেন ৬৪৫৩ রান। আছে ১২টি সেঞ্চুরি। ওয়ানডে খেলেছেন ২৬০টি। তুলেছেন ৬০৮৩ রান। সেঞ্চুরি ৭টি। ৭১টি টি-টুয়েন্টি খেলে রান করেছেন ২১৪০টি।
Discussion about this post