ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলেছিলেন তিন বছর আগে। ২০১৫ সালের নভেম্বরে শেষবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেছে মিচেল জনসনকে। তবে নিয়মিত খেলে গেছেন ঘরোয়া আর ফ্রাঞ্চাইজি ক্রিকেটে। এবার সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন অস্ট্রেলিয়ার এই পেসবোলার।
ইনজুরি আর বয়সের কাছে হার মেনে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জনসন। বয়সও বেশ হয়েছে, ৩৬ পেরিয়েছেন। এখন এতো চাপ সামলে খেলে যেতে রাজী নন তিনি।
ফ্রাঞ্চাইজি টি-টুয়েন্টি টুর্নামেন্ট ও সব ধরনের ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণায় মিচেল জনসন বলেন, ‘এবার থামছি আমি। আমার শেষ বলটা করা হয়ে গেছে। আমি সব ধরণের ক্রিকেট থেকে অবসরের নিয়ে নিলাম। আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত টি-টুয়েন্টি লিগ খেলার ইচ্ছে ছিল। কিন্তু শরীরটা ঠিক সায় দিল না।’
পিঠের ব্যথার কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বাঁহাতি এই পেসার গত আইপিএলে কলকাতার হয়ে ছয় ম্যাচে ২১৬ রান দিয়ে নেন মাত্র ২ উইকেট। এরপর বিগব্যাশ আর পাকিস্তান সুপার লিগ থেকে বিদায় নিয়েছেন জনসন।
অজি এই ক্রিকেটার ৭৩ টেস্ট খেলে করেন ২০৬৫ রান। সঙ্গে শিকার করেন ৩১৩ উইকেট। ১৫৩ ওয়ানডেতে জনসন পেয়েছেন ২৩৯ উইকেট। ৩০টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলে নেন ৩৮ উইকেট।
Discussion about this post