ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অন্ধকার সময় পেছনে ফেলে এসেছে তারা। বর্ণবাদের কারণে ১৯৭০ থেকে ১৯৯১ সালের নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিল দক্ষিণ আফ্রিকা। ২১ বছরের ধাক্কা সামলে দল যখন মানিয়ে নিয়েছে ঠিক তখন আরেক সঙ্কটের মুখে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট।
দেশটির সরকারের হস্তক্ষেপ এবার ক্রিকেট বোর্ডে। সব ফরম্যাটেই সেরা দক্ষিণ আফ্রিকা পড়তে পারে ফের নিষেধাজ্ঞায়।
গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার স্পোর্টস কনফেডারেশন ও অলিম্পিক কমিটি অপসারণের চিঠি দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কমিটিকে। অবস্থাটা এমন দাঁড়িয়েছে সরকার নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ডের। কিন্তু নিয়ম বলছে এটা হলে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে পারে দক্ষিণ আফ্রিকা।
আইসিসি জানাচ্ছে-কোন অবস্থাতে সরকার কর্তৃক ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণ নেওয়া যাবে না। বোর্ডে সকল ধরনের সরকারি হস্তক্ষেপ পুরোপুরি অবৈধ।
যদিও দক্ষিণ আফ্রিকা সরকারের দাবি দুর্নীতি-অনিয়ম গ্রাস করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকায়। তাদের দাবি ক্রিকেট বোর্ড কর্তাদের দুর্নীতির কারণে খেলাটির প্রতি আস্থা হারিয়ে ফেলছে মানুষ। ক্রিকেটার ও স্পন্সররাও ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির প্রতি বিশ্বাস হারাচ্ছে।
২০১৯ সাল থেকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে চলে আসা অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার অভিযোগেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। বিশৃঙ্খলা ও নানা অনিময় খতিয়ে দেখতে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। যারা এক মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে।
কিন্তু এখন আইসিসি খতিয়ে দেখবে- তাদের আইনের পরিপন্থী কিছু হয়েছে কীনা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে। এর আগে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের কোটাপ্রথা নিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গেছে আইসিসিতে। সঙ্গে যোগ হলো সরকারি হস্তক্ষেপ! সত্যিকার অর্থেই চাপে পড়তে যাচ্ছে প্রোটিয়া ক্রিকেট।
Discussion about this post