ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠার লড়াই থেকে ছিটকে গিয়েছিল তারা আগেই। এ কারণে সোমবারের ম্যাচটি হয়ে উঠে নিয়মরক্ষার সম্মানের লড়াই। যেখানে লড়াই হয়েছে সমানে সমানে। তবে শেষ অব্দি জয় নিয়ে মাঠ ছেড়েছে শ্রীলঙ্কা। উত্তেজনা ছড়ানো ম্যাচে সোমবার তারা ২৩ রানে হারায় ওয়েস্ট ইন্ডিজকে।
সোমবার চেস্টার লি স্ট্রিটের দা রিভারসাইড ডারহামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা ৬ উইকেট হারিয়ে করে ৩৩৮ রান। জবাবে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ তুলে ৩১৫ রান। ম্যাচে লঙ্কার আভিশকা ফার্নান্দোর সেঞ্চুরি করেন। আর উইন্ডিজের হয়ে শতক তুলেন নিকোলাস পুরান।
দল যখন লড়াই থেকে ছিটকে গেল তখনই ছন্দে ফিরল শ্রীলঙ্কা। বিশ্বকাপে আট ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এখন ৬ নম্বরে শ্রীলঙ্কা। সমান ম্যাচে ক্যারিবীয়দের অর্জন মাত্র ৩ পয়েন্ট। নয় নম্বরে রয়েছে জেসন হোল্ডারের দল।
এই ম্যাচেও বড় ইনিংস খেলা হল না ক্রিস গেইলের। ৩৫ রানে ফেরেন তিনি। হতাশ করেন সুনিল আমব্রিস (৫) ও সাই হোপ (৫) ও শিমরন হেটমায়ের (২৯)। তবে পুরান খেলেছেন দাপুটে ইনিংস। ফাবিয়ান অ্যালেন (৫১) লড়েছেন। আর পুরান ১১৮ রানে সাজঘরে ফিরলেই সব সম্ভাবনা শেষ হয় উইন্ডিজের। তিনটি উইকেট নেন লাসিথ মালিঙ্গা।
এর আগে ব্যাটিংয়ে নেমে লঙ্কানরা গড়ে এই আসরে নিজেদের দলীয় সর্বোচ্চ রানের ইনিংস। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৪৭ রানই ছিল সেরা। আভিশকা ফার্নান্দো তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিই। ৩২ রান করেন দিমুথ করুনারত্নে। কুসল পেরেরা ৫১ বলে ৬৪।
১০৩ বলে ১০৪ রান করে ফেরেন ফার্নান্দো। ম্যাচেরসেরা তিনিই।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ৩৩৮/৬ (করুনারত্নে ৩২, কুসল পেরেরা ৬৪, ফার্নান্দো ১০৪, মেন্ডিস ৩৯, ম্যাথুজ ২৬, থিরিমান্নে ৪৫*, উদানা ৩, ডি সিলভা ৬*; কটরেল ১/৬৯, টমাস ১/৫৮, হোল্ডার ২/৫৯, অ্যালেন ১/৪৪)
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ৩১৫/৯ (গেইল ৩৫, আমব্রিস ৫, হোপ ৫, হেটমায়ার ২৯, পুরান ১১৮, হোল্ডার ২৬, ব্র্যাথওয়েট ৮, অ্যালেন ৫১, কটরেল ৭*, টমাস ১, গ্যাব্রিয়েল ৩; মালিঙ্গা ৩/৫৫, রাজিথা ১/৭৬, ভ্যান্ডারসে ১/৫০, ম্যাথুজ ১/৬)
ফল: শ্রীলঙ্কা ২৩ রানে জয়ী
ম্যাচসেরা: আভিশকা ফার্নান্দো
Discussion about this post