এখন জাতীয় দলের ক্রিকেটারদের ছুটি। সামনেই টি-টুয়েন্টি বিশ্বকাপ মিশন। সেই মিশনের আগে অবশ্য ফর্ম ফিরে পেতে লড়ছেন মুশফিকুর রহিম। চট্টগ্রামে তিনি ‘এ’ দলে সঙ্গে রয়েছেন। বন্দরনগরীতে গিয়ে সমুদ্রের টান অনুভব করলেন মুশফিক। সপরিবারে চলে গেলেন কক্সবাজারে। সেখানে স্ত্রী-সন্তান নিয়ে কাটল দারুণ সময়।
মন আর শরীর সতেজ করতে মুশফিক শুক্রবার চলে গেলেন সমুদ্রবিলাসে। জাতীয় দলের সাবেক এই অধিনায়কের সফরসঙ্গী পরিবারের ১৮ সদস্য। তাদের নিয়ে কাটল দারুণ সময়।
সৈকতে বিচ বাইকে পুত্র সন্তান শাহরুজ রহিম মায়ানকে নিয়ে ঘুরে বেড়ালেন। ছবি তুললেন স্ত্রী জান্নাতুল কিয়াফাত মন্ডির সঙ্গে।
স্ত্রী মন্ডি ও পুত্র মায়ানকে সঙ্গে নিয়ে তোলা ছবি পোষ্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।
মায়ানের ডাইনোসর পছন্দ। দেড় বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরির পর ডাইনোসরের মতো ভঙ্গি করে মুশফিকের উদযাপন করেন তার জন্যই। পুরো পরিবার নিয়ে ঘুরতে গিয়ে সবাইকে ফ্রেমে রেখে একটি সেলফি তুললেন। ক্রিকেটের সব ব্যস্ততা সরিয়ে দিনটা মনে রাখার মতোই কাটে মুশফিকের।
Discussion about this post