স্বপ্নের মতোই যেন সময় কাটছে তার। ব্যাট হাতে যা করতে চাইছেন, তাই করতে পারছেন নাঈম ইসলাম। সবকিছু ঠিক থাকলে তো এবারের ঢাকা প্রিমিয়ার লিগে হয়ে যেতে পারতো তার ৫টি সেঞ্চুরি! ভুলে শুনেননি ৫টি। কিন্তু একটুর জন্য ফস্কে যায় তিন শতরান। তবে যেভাবে খেলছেন লিজেন্ডস অব রূপগঞ্জের তারকা ক্রিকেটার নজরে থাকছেন সবার। সবশেষ গত সোমবার রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষেও তুলে নেন শতক।
ইউল্যাব ক্রিকেট মাঠে দাপটে ব্যাট করেন তিনি। আগের ম্যাচে আবাহনীর বিপক্ষে তার ব্যাট থেকে আসে তিন অঙ্কের ম্যাজিকেল স্কোর। শক্তিশালী আবাহনী লিমিটেডের বিপক্ষে ১২৪ রানের ইনিংস খেলেন। এবার করলেন অপরাজিত ১১৪। ১৩০ বলের ইনিংসে ২ ছক্কার পাশে ৮ চার।
এবারের প্রিমিয়ার লিগে প্রথম তিন ম্যাচে তার রান যথাক্রমে ৯২, ৯৫ ও ৯১। পরের দুটো শতরান। তার ব্যাটেই জয় তুলে নিয়েছে লিজেন্ডসরা। সবশেষ ম্যাচে চিরাগ জানি ও নাঈম শতরান জুটি স্পর্শ করে ১২২ বলে। আর ক্যারিয়ারের দ্বাদশ লিস্ট ‘এ’ সেঞ্চুরি করেন নাঈম ১১৯ বল খেলে। এবারের লিগে পাঁচ ম্যাচ খেলে তিন ফিফটি ও দুই সেঞ্চুরিতে ৫১৬ রান নাঈমের।
এই সাফল্যের পরও জমিনে চোখ। মনে হচ্ছে এবারের লিগে প্রথম ক্রিকেটার হিসেবে করে ফেলবেন হাজার রান। তবে নাঈম এতোটা ভাবছেন না। বলছিলেন, ‘এতো দূর ভাবছি না। প্রতিটি ম্যাচে ভাল খেলতে চাই। দলের জন্য রান করে যেতে চাই।’ এটাই চায় তার দল লিজেন্ডস অব রূপগঞ্জ। এবার মাশরাফি বিন মর্তুজার ম্যাজিকে পুনরুদ্ধার করতে চায় লিগ ট্রফি।
নাঈম গণমাধ্যমে বলছিলেন, ‘যেভাবে খেলছি, সেভাবে খেলতে পারলে ভাল কিছু হতে পারে। এখন ম্যাচ ধরে ধরে এগিয়ে যেতে চাই।’
Discussion about this post