ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টস করতে নেমেই রোববার অনন্য এক রেকর্ডে পা রাখেন মাশরাফি বিন মর্তুজা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নেমে নতুন উচ্চতায় পৌঁছে গেলেন বাংলাদেশের অধিনায়ক। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ ওয়ানডে খেলার মাইলফলকে পা রাখলেন তিনি।
২০০টি ম্যাচের মধ্যে ১৯৮টি ম্যাচ মাশরাফি খেলেছেন বাংলাদেশের হয়ে, অন্য ২টি এশিয়া একাদশের পক্ষে। চলতি সিরিজের অবশিষ্ট ২ ম্যাচ খেললে দেশের হয়ে ২০০ ম্যাচের প্রথম কীর্তিও গড়বেন নড়াইল এক্সপ্রেস। দুইয়ে থাকা মুশফিকুর রহীম খেলেছেন ১৯৬ ওয়ানডে।
সেই ২০০১ সালের ২৩ নভেম্বর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে মাশরাফির আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু। ১৭ বছরের ক্যারিয়ারে বারবারই বাধা হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। কিন্তু কখনই থেমে যাননি তিনি। সাতবার বড় ধরনের অস্ত্রোপচার হলেও ফিরেছেন। দেশকে এখনও ওয়ানডেতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।
ক্যারিয়ারে ২০০তম ওয়ানডে ম্যাচে রোববার বল হাতে সফল মাশরাফি। প্রথম স্পেলে টানা ৭ ওভারে দেন মাত্র ১৪ রান। শেষ পর্যন্ত ৩০ রানে ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলার টাইগার অধিনায়ক। শেষ ওভারে দুটিসহ মুস্তাফিজ ৩ উইকেট নেন ৩৫ রানে। নতুন বলে প্রথম স্পেলে ৭ ওভারে মাত্র ১৭ রান দেন মিরাজ। এরপর ১০ ওভারে ৩০ রানে নেন ১ উইকেট।
আর ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে তুলেছে ৯ উইকেটে ১৯৫। টস জিতে ব্যাট করতে নেমে সিরিজের প্রথম ওয়ানডেতে বড় স্কোর গড়তে পারেনি ক্যারিবীয়রা।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ১৯৫/৯ (পাওয়েল ১০, হোপ ৪৩, ব্রাভো ১৯, স্যামুয়েলস ২৫, হেটমায়ার ৬, পাওয়েল ১৪, হেইস ৩২, পল ৩৬, রোচ ৫*, বিশু ০, টমাস ০*; মিরাজ ১০-০-৩০-১, সাকিব ১০-০-৩৬-১, মুস্তাফিজ ১০-০-৩৫-৩, মাশরাফি ১০-০-৩০-৩, রুবেল ১০-০-৬১-১)।
Discussion about this post