অস্ট্রেলিয়ান ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে কীনা সেটা এখনো নিশ্চিত নয়। নতুন চুক্তি আর বেতন নিয়ে বৈষম্য শঙ্কায় ফেলে দিল বহুল আলোচিত এই সফর। কিন্তু এনিয়ে দুশ্চিন্তা উড়িয়ে দিলেন গ্লেন ম্যাকগ্রা। অস্ট্রেলিয়ার সাবেক এই মহাতারকা জানালেন এই সমস্যা কেটে যাবে। অজিরা সফরে আসবে বলে মনে করেন তিনি। তবে ক্রিকেটার ও বোর্ড কর্তাদের মধ্যকার দ্বন্দ নিয়ে তিনিও হতাশ ও লজ্জিত।
ভারতের এমআরএফ পেস ফাউন্ডেশনে দুইদিনব্যাপী ক্যাম্পে বোলিং টিপস দিচ্ছেন তিনি। মুম্বাইয়ে তারই ফাঁকে সাংবাদিকদের বললেন, ‘এটা বেশ বিব্রতকর একটা ব্যাপার। আশা করি তারা এর সমাধান বের করবে এবং ছেলেরা বাংলাদেশ এবং ভারত সফরে আসবে।’ বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ করে ভারত সফরে যাওয়ার কথা স্টিভেন স্মিথ আর ডেভিড ওয়ার্নারদের।
তারপরই অ্যাশেজ। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সেই বিখ্যাত সিরিজ শুরু হবে আগামী নভেম্বরে। ম্যাগ্রা নিজেও তা দেখার অপেক্ষায়। জানালেন, ‘এটা দারুণ এক সিরিজ হবে। আমি চার অস্ট্রেলিয়ান পেস বোলার মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স ও জেমস প্যাটিনসনকে খেলতে দেখার অপেক্ষায় আছি। তাদের তিনজন ১৪৫ কিলোমিটারের চেয়েও জোরে বল করতে পারে, যা দেখতে রোমাঞ্চকর হবে। ঘরের মাটিতে অস্ট্রেলিয়া বরাবরই কঠিন প্রতিপক্ষ। লড়াই জমবে।’
স্কিছু ঠিক থাকলে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। ১৭ আগস্ট ঢাকা আসার কথা অজি ক্রিকেট দলের। এরইমধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা রয়েছেন বাংলাদেশ সফরে। নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি দেখতে এসেছেন তারা।
Discussion about this post