ক্যারিয়ারের পড়ন্ত বেলায় দাঁড়িয়ে আছেন তিনি। কিন্তু ট্রান্সফার মার্কেটে একেবারে ফেলনা নন জন টেরি। তাকে বেশ গুরুত্ব দিয়েই কিনে নিল অ্যাস্টন ভিলা। সপ্তাহে এই তারকার বেতন ৬০ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা ৬২ লাখ টাকারও বেশি! ৩৭ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে একবছর ময়োদী চুক্তি করেছে ভিলা।
১৯৯৫ সালে চেলসিতে ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল সেন্টার ব্যাক জন টেরির। এই দীর্ঘ সময় ব্লুজদের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। নিজের সেরা খেলা উপহার দিয়েছেন। প্রথমে এই সেন্টার ব্যাক পজিশনের খেলোয়াড় ব্লুজের যুব দলে খেলেন তারপর মূল দলে খেলার সুযোগ পান। মুল দলে খেলেন ১৯ বছর। রীতিমতো চেলসির ঘরের ছেলে হয়ে গিয়েছিলেন তিনি।
ক্যারিয়ারের দীর্ঘ দীর্ঘ ২২ বছর স্ট্যামফোর্ড ব্রিজে কাটিয়েছেন রক্ষণভাগের এ তারকা ফুটবলার। প্রিয় সেই ক্লাব ছেড়ে জন টেরি, যোগ দিলেন অ্যাস্টন ভিলাতে।
নতুন ক্লাবে যোগদান নিয়ে আনুষ্ঠানিকভাবে জানাবেন রক্ষণভাগের এ তারকা। চলতি মৌসুমে চেলসির সঙ্গে চুক্তি শেষ হয় জন টেরির। ব্লুজের হয়ে পাঁচটি প্রিমিয়ারশিপ, এফএ কাপ, ইউরো এবং চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন টেরি। দলটির কিংবদন্তি হিসেবেই ভাবা হয় তাকে। ধারনা করা হচ্ছে ভিলাতে এক বছর খেলেই ক্যারিয়ারের ইতি টানতে পারেন তিনি।
mßv‡n ‡eZb 62 jvL UvKv
µxov ‡W¯‹
K¨vwiqv‡ii coš— ‡ejvq `vuwo‡q Av‡Qb wZwb| wKš‘ U«vÝdvi gv‡K©‡U G‡Kev‡i ‡djbv bb Rb ‡Uwi| Zv‡K ‡ek ¸i“Z¡ w`‡qB wK‡b wbj A¨v÷b wfjv| mßv‡n GB ZviKvi ‡eZb 60 nvRvi cvDÛ| evsjv‡`wk gy`«vq hv 62 jvL UvKviI ‡ewk! 37 eQi eqmx GB dyUejv‡ii m‡½ GKeQi g‡qv`x Pyw³ K‡i‡Q wfjv|
1995 mv‡j ‡Pjwm‡Z dyUej K¨vwiqvi ïi“ n‡qwQj ‡m›Uvi e¨vK Rb ‡Uwii| GB `xN© mgq eyR‡`i Rb¨ wb‡R‡K DrmM© K‡i‡Qb| wb‡Ri ‡miv ‡Ljv Dcnvi w`‡q‡Qb| c«_‡g GB ‡m›Uvi e¨vK cwRk‡bi ‡L‡jvqvo ey‡Ri hye `‡j ‡L‡jb Zvici g~j `‡j ‡Ljvi my‡hvM cvb| gyj `‡j ‡L‡jb 19 eQi| ixwZg‡Zv ‡Pjwmi N‡ii ‡Q‡j n‡q wM‡qwQ‡jb wZwb|
K¨vwiqv‡ii `xN© `xN© 22 eQi ÷¨vg‡dvW© we«‡R KvwU‡q‡Qb i¶Yfv‡Mi G ZviKv dyUejvi| wc«q ‡mB K¬ve ‡Q‡o Rb ‡Uwi, ‡hvM w`‡jb A¨v÷b wfjv‡Z|
bZyb K¬v‡e ‡hvM`vb wb‡q AvbyôvwbKfv‡e Rvbv‡eb i¶Yfv‡Mi G ZviKv| PjwZ ‡gŠmy‡g ‡Pjwmi m‡½ Pyw³ ‡kl nq Rb ‡Uwii| ey‡Ri n‡q cvuPwU wc«wgqviwkc, GdG Kvc, BD‡iv Ges P¨vw¤úqÝ wjM wk‡ivcv wR‡Z‡Qb ‡Uwi| `jwUi wKse`wš— wn‡m‡eB fvev nq Zv‡K| avibv Kiv n‡”Q wfjv‡Z GK eQi ‡L‡jB K¨vwiqv‡ii BwZ Uvb‡Z cv‡ib wZwb|
Discussion about this post