ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মেহেদী হাসান মিরাজ তার কোয়ারেন্টাইন অভিজ্ঞতা নিয়ে বলছিলেন, ‘মনে হচ্ছিল জেল খানায় আছি।’
করোনার মধ্যে প্রথমবার বিদেশ সফরে গিয়েই বড় পরীক্ষা দিতে হচ্ছে তামিম ইকবালদের। প্রথম ৭ দিন তো একেবারেই হোটেল রুম বন্ধী এখনো মিলেনি অনুশীলনের সুযোগ। তবে কোয়ারেন্টাইন নিয়ম মানায় নিউজিল্যান্ড বেশ খুশি। ক্রিকেট নিউজিল্যান্ড ও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সন্তুষ্ট।
১৪ দিনের কোয়ারেন্টাইনে প্রথম সাতদিন হোটেল বন্দি থাকতে হয় ক্রিকেটারদের। তখন প্রতিদিন ৩০-৪০ মিনিটের জন্য একবার বাইরে বের হওয়ার সুযোগ পেয়েছেন তামিমরা। খাবার দরজার সামনে থেকে নিয়ে রুমে বসে খেতে হয় ক্রিকেটারদের। দরজা খুললেই মাস্ক পরতে হয়েছে।
নিউজিল্যান্ড স্বাস্থ্য মন্ত্রণালয় টাইগারদের আচরণে সন্তুষ্ট। তথ্যটি গণমাধ্যমকে জানিয়েছেন দলের সঙ্গে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
একদিন আগেই এক ভিডিও বার্তায় জালাল ইউনুস জানালেন, ‘দেখুন, আমরা ৩৫ জন আছি, ৯ জন করে তিনটা গ্রুপ, একটা গ্রুপে ৮ জন। এভাবেই আমরা বের হচ্ছি দুই বেলা। সবাইকে সতর্ক করে দেওয়া হচ্ছে যেন কোনভাবেই মাস্ক ছাড়া বের না হয়। এমনকি খাওয়া যখন গ্রহণ করি আমরা দরজার কাছ থেকে সেটাও যেন মাস্ক পরে তবেই নিই। মাস্ক ছাড়া অনুমিত নেই। তাই তাদের বারবার সতর্ক করা হচ্ছে যেন মাস্ক ছাড়া করিডোর থেকে খাবার না নেয়। তারা খুবই সন্তুষ্ট যে আমরা কোন প্রটোকল ভাঙিনি।’
এদিকে কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ হওয়া সাপেক্ষে অষ্টম দিন থেকে জিম ও সীমিত পরিসরে অনুশীলনের সুযোগ পাবেন বাংলাদেশের ক্রিকেটাররা। সোমবার বিসিবির পাঠানো ভিডিও বার্তায় ওয়ানডে অধিনায়ক তামিম বললেন এই অপেক্ষায় দল।
তামিম বলেন, ‘এবার যদি আমাদের সবার কোভিড টেস্ট নেগেটিভ আসে তাহলে আমরা পরশু দিন থেকে জিম ব্যবহার করতে পারব। এখানে দুইটা জিম আছে নিচে, যেখানে আমরা ভিন্ন ভিন্ন গ্রুপে গিয়ে ব্যবহার করতে পারব, সাথে ৮ নম্বর দিন থেকে যদি সব ঠিকঠাক থাকে তখন আমাদের ছোট ছোট গ্রুপে প্র্যাকটিসের জন্য অ্যালাও করা হবে। যেখানে আমরা মাঠে গিয়ে প্র্যাকটিস করতে পারব। আমি এটার দিকেই তাকিয়ে আছি।’
কিউইদের সঙ্গে ৩ ম্যাচের ওয়ানডে ও সমান টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ। ২০ মার্চ ওয়ানডে দিয়ে শুরু বাংলাদেশের। সিরিজের পরের দুই ওয়ানডে ২৩ ও ২৬ মার্চ। ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের ম্যাচ যথাক্রমে ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল।
Discussion about this post