ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটর ম্যাচ চলাকালিন সোমবার সতীর্থ নাসুম আহমেদের গায়ে হাত তুলতে উদ্যত হওয়ার ঘটনায় ভক্ত-দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন মুশফিকুর রহিম। যদিও ঐদিন ম্যাচ শেষে নাসুমের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন বেক্সিমকো ঢাকার অধিনায়ক। এমনটাই মঙ্গলবার ফেসবুকে জানিয়েছেন মুশফিক।
ফেসবুকে মঙ্গলবার সকালে নাসুমের সঙ্গে হাস্যোজ্জ্বল একটি ছবি দিয়ে মুশফিক লিখেন, ‘আসসালামুআলাকুম, প্রথমেই আমি আমার সব ভক্ত ও দর্শকের কাছে ক্ষমা চাই গতকালের ম্যাচের ঘটনার জন্য। ম্যাচের পরই সতীর্থ নাসুমের কাছে আমি ক্ষমা চেয়েছি। দ্বিতীয়ত, আমি স্রষ্টার কাছেও ক্ষমা প্রার্থনা করছি। সবসময়ই মনে রাখার চেষ্টা করি, আমি সবকিছুর ওপরে একজন মানুষ এবং মাঠে যে আচরণ কালকে দেখিয়েছি, তা গ্রহণযোগ্য নয়। কথ দিচ্ছি, নিকট ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি মাঠের ভেতরে-বাইরে আর হবে না। জাজাকআল্লাহ খায়ের!’
সোমবার ম্যাচ চলাকালিন সময়ে নাসুমের ওপর একাধিকবার আক্রমণাত্বক মেজাজ দেখান মুশফিক। তবে সপ্তদশ ওভারে অনাকাঙিক্ষত ঘটনা ঘটান মুশফিক। সে সময় বাঁহাতি পেসার শফিকুল ইসলামকে পুল করতে গিয়ে বল আকাশে তোলেন আফিফ হোসেন। মুশফিক শর্ট লেগের দিকে ছুটে গিয়ে গ্লাভসে বন্দি করেন বল। শর্ট ফাইন লেগেই ফিল্ডার ছিলেন নাসুম। তিনি ক্যাচ নিতে ছুটে এলেও শেষ পর্যন্ত মুশফিককেই সুযোগ দেন, মুশফিকের জন্য বাধার সৃষ্টি করেননি। কিন্তু এবারও মুশফিক ক্যাচ নিয়েই নাসুমের গায়ে হাত তুলতে উদ্যত হন।
মুশফিকের হাত ছুটে আসছে ভেবে তাৎক্ষনিকভাবে মুখ সরিয়ে নেন নাসুম। তার চোখেমুখে বিব্রত হওয়ার ছাপ ছিল স্পষ্ট। যে কারণে সমালোচনার মুখে পড়েন মুশফিক। শেষ পর্যন্ত অবশ্য নিজের ভুল বুঝতে পেরে এ তারকা সতীর্থ, ভক্ত ও দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন। শুধু তা-ই নয় এমন ভুল আর ভবিষ্যতে হবে না বলেও প্রতিজ্ঞা করেছেন মুশি।
Discussion about this post