বেশ কিছুদিন হয়ে গেল মাঠের বাইরে সাকিব আল হাসান। কবে ফিরতে পারবেন সেটাও পরিস্কার করে বলার সুযোগ নেই। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে গত ২৭ জানুয়ারি খেলেছেন সর্বশেষ ম্যাচ। সেই অলরাউন্ডার এবার মাঠের বাইরে বসে দেখলেন সতীর্থদের দারুণ এক জয়। বাংলাদেশের রেকর্ড গড়ার জয়টা একসঙ্গে উদযাপন করতে পারলেন না সাকিব। এ জন্য আক্ষেপে পুড়লেন তিনি।
আঙুলের চোটের চিকিৎসা নিতে এখন অস্ট্রেলিয়ায় আছেন সাকিব। তার আগে নিদহাস ট্রফিতে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের সঙ্গে দেখা করতে কলম্বো যান সাকিব। তারপরই উড়ে যান অস্ট্রেলিয়ায়।
টি-টোয়েন্টির ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়া বাংলাদেশের পারফরম্যান্সে মুগ্ধ তিনি। সাকিব ফেসবুকে লিখলেন, ‘এই রেকর্ড ব্রেকিং স্কোর তাড়া করার জন্য আমার টিমকে অভিনন্দন। আগামী ম্যাচগুলোর জন্য রইলো অনেক অনেক শুভ কামনা। এক সঙ্গে সেলিব্রেট করার মুহূর্তটুকু খুব মিস করছি। যাই হোক, বিশাল এই জয় আমাদের উৎসাহ যোগাবে আগামী দিনগুলোতে।’
শনিবার কলম্বোতে টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ২০ ওভারে করে ২১৪ রান। জবাব দিতে নেমে ২০ ওভারের ক্রিকেটে নিজেদের সেরা রান করে সেই সংগ্রহ টপকে যায় টাইগাররা।
Discussion about this post