টি-টুয়েন্টি ক্রিকেট থেকে মাশরাফি বিন মতুর্জার বিদায়ের ঘোষণায় বিস্মিত ভক্তরা। ব্যাপারটা মেনে নিতে পারছেন না অনেকেই। একইভাবে বিষাদ ছুঁয়েছে গোটা বাংলাদেশ ক্রিকেটেও। লাখো হঠাৎ এমন ঘোষণায় বিষণ্ন তাঁর সতীর্থরা ক্রিকেটাররাও। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাশরাফির সেই কথাই জানিয়েছেন মুশফিক, তামিম আর তাসকিন আহমেদরা।
টাইগারদের টেস্ট অধিনায়ক মুশফিক তাঁর ফেসবুক পেজে ইংরেজিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। তার বাংলা অনুবাদ অনেকটা এমন-, ‘সব অসাধারণ জিনিসের শেষ আছে, এটি হয়তো তারই একটি। মাশরাফিকে ছাড়া বাংলাদেশ দল- এটি আমাদের জন্য কল্পনা করা কঠিন। আপনি সত্যিকারের চ্যাম্পিয়ন। আপনার মতো নেতার অধীনে খেলতে পেরে নিশ্চিত সবাই গর্বিত। আমরা সবাই ভীষণ হতাশ। থ্যাঙ্কইউ ম্যাশ।’
তামিম ইকবালও হতাশ। ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে তিনি ইংরেজিতে এনিয়ে স্ট্যাটাস দিলেন। তার বাংলা অনুবাদ অনেকটা এমন, ‘ব্যাক্তিটি যখন আমাদের অধিনায়ক মাশরাফি ভাই, তাঁকে নিয়ে যত বলবেন, ততই যেন বাকি থাকে। বাংলাদেশ ক্রিকেটে এখন যে পরিবর্তন, এটি তাঁর অসাধারণ অধিনায়কত্বের ওপর ভর করেই হয়েছে।ড্রেসিংরুম কীভাবে একটা পরিবার হয়, আর তখন কী করে সাফল্য পাওয়া যায়, তাই দেখিয়েছে ম্যাশ।’
হতাশ আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদও। তিনি ফেসবুকে লিখেছেন ‘আপনাকে সত্যি মিস করব। বিশেষ করে আমি। আপনি আমার ভাই, বন্ধু। যাঁর কাছে সব বলা যায় তেমনই একজন আপনি। আপনি একজন যোদ্ধা, বড় নেতা, অধিনায়ক এবং সত্যিকারের চ্যাম্পিয়ন। খুবই খারাপ লাগছে। কিন্তু এটাই হল বাস্তবতা। মেনে নিতেই হয়।’
তাসকিন আহমেদের সঙ্গে দারুণ সম্পর্ক মাশরাফির। সব সময়ই এই ক্রিকেটারের মেন্টর হয়ে আছেন তিনি। তাইতো এই টাইগার পেসার লিখলেন আবেগ মাখানো এমন স্ট্যাটাস, ‘জানিনা আর কতদিন এই হাতটা খেলার মাঠে আমার কাঁধে পাবো। জাতীয় দলের অভিষেক হওয়ার আগে থেকেই আপনি আমার আইডল.. আর গত তিন বছর ধরে একজন অভিভাবকের থেকেও অনেক বেশি কিছু .. সব সমস্যার সমাধক হিসেবেও বার বার আপনাকেই জালাবো ১০০% সিওর। ভাইয়া জীবনে যাদেরকে অফুরন্ত ভালবাসি এবং যাদেরকে মানি তার মধ্যে আপনি অন্যতম। অনেককিছু নেওয়ার বাকি আছে আপনার কাছে থেকে। শেখার আশার অপেক্ষায় থাকলাম।’
একইভাবে সৌম্য সরকারও ধন্যবাদ জানালেন মাশরাফিকে। সব ক্রিকেটারদের চোখেই মাশরাফি এক জীবনন্ত কিংবদন্তি!
Discussion about this post