প্রথম ম্যাচেই স্পেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল তারা। এবার তাদের শিকার অস্ট্রেলিয়া। তবে জিততে বেশ বেগ পেতে হল গত বিশ্বকাপের রানার্সআপদের। সকারুদের ৩-২ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে ব্রাজিল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠল নেদারল্যান্ডস। ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে তারা।
বুধবার আরিয়ান রোবেনের গোলে এগিয়ে যায় ডাচরা। এটি এই বিশ্বকাপে তার তৃতীয় গোল। স্পেনের বিপক্ষে জোড়া গোল পেয়েছিলেন তিনি।
তবে ব্যবধন বেশিক্ষণ ধরে রাখা হয়নি। ২১ মিনিটে সমতা ফেরান টিম কাহিল। এরপর পেনাল্টি থেকে গোল করে মাইল জেডিনাক এগিয়ে দেন অস্ট্রেলিয়াকে। এরপর রবিন ফন পার্সি সমতা ফেরান ম্যাচে (২-২)। এটি এই বিশ্বকাপে তার তৃতীয় গোল।
৬৮ মিনিটে মেমফিস ডিপাইয়ের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ডাচরা। এই হারে বিশ্বকাপ থেকে বিদায় নিল সকারুরা।
Discussion about this post