ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নতুন পরিচয় নয়, ক্রিকেট মাঠে আগের পরিচয়টাই ধরে রাখতে চান মাশরাফি বিন মর্তুজা। একজন ক্রিকেটার হিসেবেই শনিবার নামবেন বিপিএলের ম্যাচে। যদিও কয়েকদিন আগেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। নড়াইল-২ আসন থেকে নৌকা প্রতীকে পাশ করেছেন ম্যাশ। তবে তাকে দেখে সেটা বোঝায় উপায়ই নেই। মাশরাফি জানালেন, ‘অনুভূতি আলাদা কিছু নয়, বরাবরের মতোই। (সংসদ সদস্য হয়ে মাঠে নামার আগে)। আমি এখানে ক্রিকেটার হিসেবে পরিচিত। মাঠে নামছিও ক্রিকেটার হিসেবে। সংসদ সদস্য হিসেবে নয়। আই হোপ দ্যাট, ইউ গাইজ উইল ট্রিট মি দা সেইম ওয়ে।’
রংপুর রাইডার্সের জার্সি জড়িয়ে মিরপুর একাডেমিতে আসেন অনুশীলনে। আজই তার নেতৃত্বে বিপিএলের ষষ্ঠ আসরে মাঠে নামবে উত্তর বঙ্গের দলটি। এবারও কি এ টুর্নামেন্টের শিরোপা জিতবে দলটি? এনিয়ে মাশরাফি বলছিলেন, ‘শিরোপাধারীদের সবসময়ই আলাদা চাপ থাকে। তবে লড়াইয়ে থাকতে, ভালো করতে দলের খেলোয়াড়দের বন্ধন দৃঢ় হওয়া খুব জরুরি।’
এ পর্যন্ত বিপিএলের পাঁচ আসরের চারটি শিরোপায় ছুঁয়েছেন মাশরাফি। এবারও তার লক্ষ্য সেটাই। কিন্তু কাজটি মোটেই সহজ নয় জানেন নড়াইল এক্সপ্রেস। জানান, ‘গত মৌসুম ছাড়া আর সববার শিরোপা ধরে রাখার চাপ নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলাম। শিরোপাধারীদের সবসময়ই আলাদা চাপ থাকে। আপনি যে ভালো দল করে চ্যাম্পিয়ন হবেন এই সংস্করণে তার কোনো নিশ্চয়তা থাকে না।’
যদিও গত মৌসুমে শুরুতেই পথ হারিয়েছিল রংপুর। তবে মাঝপথ থেকে দলটি নিজেদের ফিরে পায়। শেস পর্যন্ত সেই পথ ধরেই চ্যাম্পিয়ন হয়। নতুন মৌসুমে লড়াইয়ের আগে মাশরাফি বলছিলেন, ‘কাল থেকে আমাদের খুব ভালোভাবে শুরু করতে হবে। খারাপও হতে পারে তবে নিশ্চিত করতে হবে যেন পরে ঘুরে দাঁড়াতে পারি। গত মৌসুমেও শুরুর দিকে আমরা হারছিলাম, পরে ঘুরে দাঁড়িয়েছিলাম। এই মানসিকতা থাকতে হবে। যেহেতু অনেক জায়গার খেলোয়াড় আসে, বন্ধনটা খুব গুরুত্বপূর্ণ। এক সাথে থাকা, এক সাথে উপভোগ করা।’
Discussion about this post