ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছেন তামিম ইকবাল। অফিসিয়ালি এবারই প্রথম পেয়েছেন ওয়ানডে ক্রিকেটে অধিনায়কত্ব। প্রথম সিরিজেই নতুন কিছুর প্রতিশ্রুতি থাকল। বাংলাদেশি ব্র্যান্ড অব ক্রিকেটের উন্নতি করতেই নামবেন তিনি। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুখোমুখি হলেন তামিম।
যেখানে সাকিবের ব্যাটিং অর্ডার নিয়ে কথা বলেন অধিনায়ক। জানান, ‘ব্র্যান্ড অব ক্রিকেট’ গড়তে চান তিনি। একইভাবে সবার সমালোচনা নিতে প্রস্তুত তামিম। চলুন দেখে নেই মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে কী বললেন এই তারকা ক্রিকেটার।
অধিনায়ক হিসেবে শুরুতেই কী প্রাধান্য থাকবে..
যেটা আমি সবসময় প্রায়োরিটি দিই যে আমাদের বাংলাদেশি ব্র্যান্ড অব ক্রিকেট ডেভেলপ করতে হবে। আমি সবসময় একটা কথা বলেছি যে প্রত্যেকটা দেশের নিজের নিজের স্টাইল আছে। সুতরাং আমার মনে হয়না আমাদের অন্য কাউকে ফলো করা উচিত। আমরা হয়তো ওয়েস্ট ইন্ডিজের মত স্ট্রং না, বা অস্ট্রেলিয়ার মত বিল্ড আপ না। তবে আমাদের এমন অনেক অ্যাডভান্টেজ আছে যা অন্যদের টিমে নাই।
অধিনায়ক তামিমের লক্ষ্য
আমি যেটা তৈরি করতে চাই সেটা হল বাংলাদেশি ব্র্যান্ড অব ক্রিকেট, যেটা আমরা খেলি। আমরা অন্যদের ফলো না করে ওটাতেই ফোকাস করতে চাই। আমাদের যেখানে স্ট্রেংথ, যেগুলো দিয়ে আমরা ভাল খেলতে পারি সেটা দিয়ে ব্র্যান্ড। সেখানেই আমরা ফোকাস করছি।
প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ তো সেরা দল নিয়ে আসেনি…
ওয়েস্ট ইন্ডিজের দল নিয়ে যা বললেন, এটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই। যে ওরা কি দল পাঠাবে, কে আসবে বা না আসবে। আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে আমাদের ভাল খেলা। এখন তো সিরিজ গুলো নরমাল সিরিজ না, যেখানে হারলে সমস্যা নেই। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ের জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি শুধু সেটাতেই আমরা ফোকাস করছি। যেটা নিয়ন্ত্রণের মধ্যে নেই সেটা নিয়ে আলাপ করে খুব বেশি লাভ নেই।
নেতৃত্ব নিয়ে কী বলবেন…
এটা একটা ভাল দিক আন্তর্জাতিক ক্রিকেটে ক্যাপ্টেন্সি শুরু করার আগে আমি দুইটা টুর্নামেন্টে ক্যাপ্টেন্সি করতে পেরেছি। মহামারীর কারণে দুর্ভাগ্যবশত আমরা বেশ কিছু সিরিজ মিস করেছি। দুটো টুর্নামেন্টই আমার জন্য কঠিন ছিল। কঠিন ছিল বলে অনেক কিছু শিখতে পেরেছি। যদি ভাল করে থাকি তাহলে সেটা সামনে এগিয়ে নিব। আর স্টাইল অব ক্যাপ্টেন্সি সময়ের সাথে সাথে তৈরি হবে। এখন যদি আমি একটা কথা বলি আর সিচুয়েশন মাঝখানে ভিন্ন হয় এটার কোন মূল্য নেই। আমার কাছে মনে হয় সময়ের সাথে সাথে মানুষ বুঝতে পারবে, আর আমিও বুঝতে পারব আমি কোন দিকে যাচ্ছি। কোন সিচুয়েশনে খেলছেন সেটাও আপনাকে বিবেচনা করতে হবে। কিছু সময় আপনাকে ভিন্ন ভাবে চিন্তা করতে হয়।
সৌম্য সরকারের ব্যাটিং অর্ডার প্রসঙ্গ..
সৌম্যকে আমরা এই কথাটা বলেছি অলমোস্ট প্রেসিডেন্টস কাপের আগে। যে এই পজিশনে আমরা তোমাকে ব্যাট করতে দেখতে চাই, স্কিলফুলি ও মেন্টালি তৈরি হও। তো এটা কারো জন্যেই সারপ্রাইজ হয়ে আসেনি। আপনাদের জন্য একটু হতে পারে। আমাদের মধ্যে এই কথা কিন্তু আগে থেকেই জানা ছিল। আর ঐ ক্রিকেটার ৪-৫ মাস আগে থেকেই জানত। শুধু সৌম্য না, এখানে মিঠুন আছে, আফিফ আছে। এই স্পটে আমাদের দুই-তিনজন আছে। এই জায়গাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আমি যা মনে করি।
সাকিবকে তো তার প্রিয় পজিশন তিন নম্বর থেকে সরিয়ে দেওয়া হচ্ছে….
আমরা যখন ক্যাম্প শুরু করি বার্তাটা তার (সাকিব) প্রতি খুব স্পষ্ট ছিল। আমি ব্যক্তিগতভাবেও তার সাথে কথা বলেছি। এবং এতে তার কোন সমস্যা নেই, সে বুঝেছে। আর এটা তাকে ব্রিদিং স্পেস দিবে। সে লম্বা সময় পর আসছে। আমরা সবাই জানি সে কত ভাল করেছে নাম্বার থ্রিতে। ওর রেকর্ড ওর হয়ে কথা বলবে। আমরা এটা নিয়ে অবগত আছি। আমি ওর সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি। ৪ নম্বরে ব্যাট করতে সে খুশি। আমি তাকে এটাও বলেছি যে সে যদি কখনো তিন নম্বরে ফিরে যেতে চায় তাহলে যেন আমার সাথে কথা বলে। এবং সে এটা নিয়ে পুরোপুরি ওকে।
দেশের মাঠে সিরিজ। চাপ কি থাকছে…
সবসময়ই জেতার চাপ অবশ্যই থাকে। এখগন থেকে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত আমরা খুব বেশি হলে ২৭-২৮ টা ওয়ানডে খেলব। আমাদের জন্য পয়েন্ট সিস্টেমের জন্য প্রত্যেকটা ম্যাচ জেতাটা এখন খুব গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই চাইবো যাতে আমাদের কোয়ালিফাইং না খেলা লাগে। আমরা যাতে টপ এইটে থাকতে পারি। আমাদের জন্য সব ম্যাচই গুরুত্বপূর্ণ। কোন দল আসছে, কারা খেলছে সেটা আমাদের নিয়ন্ত্রণে নেই। যেটা আমাদের নিয়ন্ত্রণে আছে সেটা নিয়ে আমরা কাজ করব।
সিরিজ জেতা অবশ্যই জরুরি। কিন্তু আমার যেটা মনে হয় কালকের ম্যাচটা শুরু করাটা সবচেয়ে বেশি জরুরি। কারণ ভালো শুরুটা সবচেয়ে জরুরি। আমরা যদি ভালো শুরু করতে পারি, আমরা আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় এক বছর পরে ফিরছি। তো প্রথম শুরুটা প্রথম ৫ ওভার বোলিং করি বা ব্যাটিং ভালো শুরুটা জরুরি। এরপর সবই জেতার চেষ্টা করা যাবো
মাশরাফির জায়গায় ওয়ানডে ক্যাপ্টেন…
মাশরাফি ভাই দলের জন্য অনেক কিছু করেছেন। এ বিষয়ে কোন সন্দেহ নেই। কিন্তু আমি আমার সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করবো। খেলোয়াড়দের কথা ধরলে আপনি কার কথা বলছেন। কিছু খেলোয়াড় আছে যাদের মনে হয় আমি কাছে গিয়ে একটু বুঝাই আবার কয়েকজন আছে যাদের নিজেদের জায়গা প্রয়োজন হয়। তো এটি বুঝতে হবে আপনি কোন খেলোয়াড়ের বিষয় নিয়ে ভাবছেন। সেভাবেই কাজ চালাতে হবে।
ব্যাটিংয়ের ধীর গতি। রান রেট নিয়ে অনেক সমালোচনা হয়…
সত্যি কথা বলতে যত সমালোচনা আমি শুনেছি আমার মনে হয় না বাংলাদেশের কোনো ক্রিকেটারই শুনেছে। ওইদিক থেকে আমি পুরোপুরি তৈরি। আপনি যখন অধিনায়কের দায়িত্বটি গ্রহণ করেছেন তখন এটার সঙ্গে অনেক কিছু আসবে। এখানে ক্রিটিসিজম আসবে, রিয়েক্টও আসবে। আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয় নিজের দায়িত্বে ঠিক থাকা। আমি আগামীকাল থেকে সামনে এগিয়ে যেতে মুখিয়ে আছি। কিন্তু আজ থেকে তিন-চার মাস পর বা এক বছর পর আমি কিভাবে রিয়েক্ট করি সেটাও দেখার বিষয়। আমি সবসময় একটা জিনিস বলি যে আমার জন্য এটি এমন জিনিস বলেই আমি এনজয় করব না এমন না। এমনও হতে পারে যে দল খুব ভালো খেললে হয়তো বা আমি এনজয় করতে পারছি না। তখন সিদ্ধান্তটা আমি অন্যভাবে নিতে পারি। এখনই এই কথা যদি বাইরে গিয়ে বলি তাহলে আমি রেডি ফর ক্রিটিসিজম, রেডি ফর প্রেইজ কারণ আমি রোমাঞ্চিত।
Discussion about this post