ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একদিন আগেই বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিশ্চিত হয়েছিল। তবে সেখানে ম্যাচের সংখ্যা নিয়ে সংশয়ে ছিল টিম টাইগার্স। কারণ, সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ হবে নাকি, দুই ম্যাচের টেস্ট সিরিজের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে, তা নিয়ে আলোচনা চলছিল। অবশেষে বৃহস্পতিবার ব্যাপারটি নিশ্চিত হওয়া গেল। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ক্রিকেট দল শুধুমাত্র তিন ম্যাটের টেস্ট সিরিজই খেলবে। একটি টেস্ট কমিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজি নয় বিসিবি। এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান।
আকরামের বলেন, ‘আসলে টি টোয়েন্টি সিরিজ হবেই- এমন নিশ্চয়তা কখনো ছিল না। হ্যাঁ, এটা সত্য যে, আমরা লঙ্কানদের সাথে তিন টেস্টের পাশাপাশি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে উৎসাহ দেখিয়েছিলাম; কিন্তু স্বাগতিক লঙ্কান বোর্ড সে প্রস্তাব গ্রহণ করেনি। তাদের পাল্টা প্রস্তাব হলো, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে হলে টেস্ট একটি কমিয়ে দিতে হবে। মানে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে হবে; কিন্তু আমরা তা চাই না। আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে চাই এবং পুরো তিন ম্যাচের টেস্ট সিরিজেই অংশ নিতে আগ্রহী। তাই আর টি-টোয়েন্টি সিরিজ খেলা নয়। শুধু টেস্ট সিরিজ খেলতেই দল যাবে শ্রীলঙ্কায়।’
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ যে তিন ম্যাচের টেস্ট খেলবে তা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এজন্য আগামী ২৩ সেপ্টেম্বর দেশ ছাড়বে টাইগাররা। কিন্তু ঐ সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ২৪ অক্টোবর। তার আগের এক মাস বলতে গেছে মুশফিক-মুমিনুলদের থাকতে হবে কোয়ারেন্টাইনে।
Discussion about this post