ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগামী অক্টোবরে শ্রীলঙ্কা সফরে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ। এজন্য এক মাসেই আগেই সেখানে চলে যাবে টাইগাররা। তার আগে অবশ্য দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপরই আগামী ২১ সেপ্টেম্বর থেকে মুমিনুল হকের দল করবে ক্যাম্প। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
শ্রীলঙ্কা সফরের জন্য আগামী ১০ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণা করবে বিসিবি। তাই সেখানে যাবার সূচিতে দুই-এক দিন পরিবর্তন আসতে পারে। এ ব্যাপারে আকরাম বলেন, ‘১০ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে দল দিয়ে দেয়ার পরিকল্পনা আছে আমাদের। দলের সংখ্যাটা বাড়াবো, ২০ থেকে ২২ জনের চিন্তা-ভাবনা করেছি। কোভিড-১৯এর কারণে তা করা হবে।’
আকরাম আরও বলেন, ‘আমরা ১৮ সেপেটম্বর ক্রিকেটারদের বাসায় গিয়ে কোভিড-১৯ টেস্ট করাবো। ২০ সেপেটম্বর ছেলেদের হোটেলে রাখার পরিকল্পনা করেছি। এরপর ২১ তারিখ থেকে অনুশীলন ক্যাম্প শুরু করবো। কয়েক দিন অনুশীলন করার পর আমরা শ্রীলংকা রওনা দিবো।’
এদিকে জাতীয় দলের কোচিং স্টাফরা কবে আসবেন তাও জানিয়েছেন আকরাম, ‘কোচিং স্টাফরা আগামী মাসের প্রথম দিকে এসে পড়বে। কোয়ারেন্টাইনে থাকার পরই তারা মাঠে আসতে পারবেন।’
Discussion about this post