ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনা পরবর্তী যুগে অবশেষে মাঠের লড়াইয়ে ফিরতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সব কিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আয়োজক শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে।
আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান বা এফটিপি অনুযায়ী শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ। এর আগে টেস্টের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজ রাখারও পরিকল্পনা করছিল বিসিবি। তবে সফরকারী বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক লঙ্কানরা তিনটি টেস্টই খেলবে। টেস্ট তিনটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
অক্টোবরে ও নভেম্বরে অনুষ্ঠিতব্য তিনটি টেস্ট খেলার জন্য আগামী সেপ্টেম্বরের শেষদিকে শ্রীলঙ্কা উড়াল দিতে পারে। শ্রীলঙ্কা যাওয়ার আগে দলগত অনুশীলন করবে মুমিনুল হকের দল। তবে আসন্ন শ্রীলঙ্কা সফরে টাইগার ক্রিকেটারদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না। মূলত ঘরবন্দী সময়টা নষ্ট না করতেই বিসিবির এমন চাওয়া। কিন্তু সবার নিরাপত্তা চিন্তা করে প্রতিপক্ষ শিবিরের সংস্পর্শে যাবেনা বেশ কিছুদিন। দেশ ছাড়ার আগে ও পরে করোনা টেস্ট হবে দফায় দফায়। এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘করোনা সতর্কতা নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে। তারা জানিয়েছে নিয়ম অনুসারে বাংলাদেশ থেকেই ক্রিকেটারদের করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট নিযে যেতে হবে। এরপর শ্রীলঙ্কায় গিয়ে জরুরি ভিত্তিতে আরো একবার করোনা টেস্ট করাতে হবে সবাইকে।’
তিনি আরও বলেন, ‘সেই রিপোর্ট নেগেটিভ হলে ক্রিকেটাররা অনুশীলন শুরু করতে পারবে। তাদের ১৪ বা ৭ দিনের আইসোলেশনে থাকতে হবে না। তবে অনুশীলনটা বাংলাদেশ দল একা একা করবে। সেখানে লঙ্কান কেউ থাকবে না।’
জানা গেছে সেপ্টেম্বরের শেষদিকে শ্রীলঙ্কা সফরের উদ্দেশ্যে উড়াল দিবে বাংলাদেশ। তিন ম্য্যাচ টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে ১৫ অক্টোবরের পর। সতর্কতার কারণে ২০-২৫ দিন আগেই চলে যাওয়া টাইগার ক্রিকেটারদের কোয়ারেন্টাইনে রেখে সময় নষ্ট করতে চায় না বিসিবি।
Discussion about this post