ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত প্রিমিয়ার ক্রিকেট লিগেও ব্যাট হাতে দাপট দেখিয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে পেয়েছেন সাফল্য। তার পথ ধরে আবারও বাংলাদেশ জাতীয় দলে জায় পেলেন এনামুল হক বিজয়। শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচ ওয়ানডের দলে ডাক পেলেন স্পিনার তাইজুল ইসলাম। তিন বছর পর টাইগারদের দলে জায়গা পেলেন তিনি।
মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত ১৪ সদস্যের ঘোষিত দলে বড় কোন চমক অবশ্য নেই। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
এই সফরের দলে নেই সাকিব আল হাসান। বিশ্বকাপে ব্যাট হাতে ৬০৬ রান ও বল হাতে ১১ উইকেট নিয়েছেন তিনি।
বিশ্বকাপে দুর্দান্ত খেলা এই অলরাউন্ডার বিশ্রাম চেয়েছিলেন। বিসিবি তার আবেনদন মঞ্জুর করেছে। একইসঙ্গে ছুটি পেয়েছেন লিটন দাস। বিয়ের জন্য এই সিরিজে খেলছেন না তিনি।
আগেই জানা গিয়েছিল সিরিজটিতে খেলবেন মাশরাফি বিন মর্তুজা। তিনিই থাকছেন দলের নেতৃত্বে। ইনজুরির শঙ্কা কাটিয়ে আছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।
বাংলাদেশের বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন পেসার আবু জায়েদ রাহী। মাঠে খেলার সুযোগ না পেয়েই তাকে চলে যেতে হলো দলের বাইরে।
আগামী ২০ জুলাই শ্রীলঙ্কা যাবে মাশরাফি বিন মর্তুজার দল। ২৩ জুলাই একটি প্রস্তুতি খেলবে তারা। এরপর শ্রীলঙ্কার সঙ্গে ২৬, ২৮ ও ৩১ জুলাই তিনটি ওয়ানডে। ১ আগষ্ট দেশে ফেরার কথা টাইগারদের।
ওয়ানডের বাংলাদেশ দল-
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম ও এনামুল হক।
Discussion about this post