ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুই বছর পর ফের জাতীয় দলে ডাক পেলেন শফিউল ইসলাম। আনুষ্ঠানিকভাবে সফর শুরু হওয়ার পর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দলে এই পেসার। বুধবার কলম্বোতে টাইগার শিবিরে যোগ দেবেন তিনি।
দলের কোন ক্রিকেটার ইনজুরিতে না পড়লেও ডাক পেলেন শফিউল। কেন পেলেন এমন প্রশ্নের মুখে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘শ্রীলঙ্কা থেকে টিম ম্যানেজমেন্ট আরও একজন পেসার চেয়েছে বলে। ওখানে নাকি অনেক গরম। হাতে বিকল্প খেলোয়াড় বেশি রাখতে চেয়েছে টিম ম্যানেজমেন্ট। আমরা শুরুতে দল দিয়েছি ১৪জনের। বাড়তি আরেকজনের জায়গা তো খালি ছিল।’
২৯ বছর বয়সী শফিউল ২০১৬ সালে খেলেন তার সবশেষ ওয়ানডে। ৫৬ ওয়ানডে খেলা এই পেসারকে জাতীয় দলে সব শেষবার দেখা গেছে ২০১৭ সালের অক্টোবরে।
ঘরোয়া ক্রিকেটে গত মৌসুমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নেন ১৯ উইকেট। এছাড়া আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৫৯ রানে নিয়েছেন ২ উইকেট।
সফরে যাওয়ার ঠিক আগে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন ছিটকে যান দল থেকে। তাদের জায়গায় এসেছেন ফরহাদ রেজা ও তাসকিন আহমেদ।
আগামী শুক্রবার প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু তিন ম্যাচ ওয়ানডে সিরিজ প্রথমটি। পরের দুটি ম্যাচ ২৮ ও ৩১ জুলাই।
বাংলাদেশ ওয়ানডে দল-
তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, ফরহাদ রেজা, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, এনামুল হক ও শফিউল ইসলাম।
Discussion about this post