ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রাণঘাতী করোনার কারণে এ বছরের জুলাই-আগস্টে হতে যাওয়া বাংলাদেশের শ্রীলঙ্কা স্থগিত হয়ে যায়। তবে অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় এ সিরিজ মাঠে গড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইছে যত তাড়াতাড়ি সম্ভব শ্রীলঙ্কায় জাতীয় দল পাঠাতে। তাই আয়োজক দেশের ক্রিকেট বোর্ডের দিকে তাকিয়ে বিসিবি।
স্বাগতিক দেশই দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঠিক করে থাকে। সে কারণে বিসিবিকে অপেক্ষায় থাকতে হচ্ছে লঙ্কান বোর্ডের সিদ্ধান্তের জন্য। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এ ব্যাপারে বলেছেন, ‘বিষয়টা হচ্ছে আমরা চাইলে তো আর হবে না, আয়োজক হচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। মূল বিষয়টা হল তারা কখন চায়। তবে আমাদের চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব সফরটা করার জন্য।’
মূলত করোনাভাইরাসের কারণে চারটি টেস্ট সিরিজ পিছিয়ে গেছে বাংলাদেশের। পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজটিও স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা আসে ২৪ জুন।
পিছিয়ে যাওয়া সব সিরিজের মধ্যে শেষেরটাই আলোর মুখ দেখতে যাচ্ছে আগে। সব ঠিক থাকলে এবছরই শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। বিসিবি মনে করছে যত দ্রুত টাইগাররা খেলায় ফিরবে ততই মঙ্গল, ‘আমাদের যেহেতু লক্ষ্য আছে এবছরের মধ্যে করার, চেষ্টা করব এবছরেই যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলার। কারণ এর পরে আমাদের ঘরোয়া ক্রিকেট আছে। সেটা যত তাড়াতাড়ি শুরু করা যায় ততই ভালো। শুরুর একটা ব্যাপারও আছে। তাই ঘরোয়া ক্রিকেট, একইসঙ্গে আন্তর্জাতিক প্রতিশ্রুতি যখন যেটা বাস্তবিক সময়ে সম্ভব, সেটাই আমরা করব।’
Discussion about this post