ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। ৩ ম্যাচ টেস্ট সিরিজ সামনে রেখে যদিও প্রস্তুতি থেমে নেই। নিজেদের মতো করে সবকিছু এগিয়ে রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এখনো সফর নিয়ে চূড়ান্ত সিগন্যাল দিচ্ছে না।
তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে নির্ধারিত দিনে শ্রীলঙ্কা যাওয়ার আশা অনেকটা ছেড়ে দিয়েছে বিসিবি। যদিও এটুকু নিশ্চিত সফরটা হচ্ছে!
এর আগে অনিশ্চয়তা ছড়িয়েছিল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গেল সপ্তাহে জানান শ্রীলঙ্কার দেওয়া কঠিন শর্ত মেনে সফরে যাবে না বাংলাদেশ। কারণ মুশফিকুর রহিমদের কোয়ারান্টাইন নিয়ে স্বাগতিকদের শর্ত মানতে পারছিল না বিসিবি। ১৪ দিন কোয়ারাইন্টাইনে থাকতে রাজী নয় সফরকারীরা।
এরপর লঙ্কান বোর্ডও সরাসরি কিছু জানাচ্ছে না। বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘শ্রীলঙ্কা যেটা বলেছে, তাদের কোভিড টাস্ক ফোর্স রয়েছে তাদের সঙ্গে কথা বলে তাদের হেলথ গাইডলাইন কতটুকু শিথিল করা যায় সেটা নিয়ে কাজ করছেন। আমরা আমাদের প্রস্তুতি ২৭ তারিখ (যাত্রা) ধরেই এগোচ্ছি, তবে এই মুহূর্তে ২৭ তারিখ ট্রাভেল করা চ্যালেঞ্জিং হবে। ভিসা এবং অন্যান্য জটিলতা তো রয়েছেই, সেক্ষেত্রে যদি কোনো অ্যাডজাস্টমেন্টের দরকার হয় করে নেব আমরা।’
সফরে লঙ্কান বোর্ডের শর্ত প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না। তবে আমাদের জন্য যেটা সহনীয় পর্যায়ের সেটা আমরা চাচ্ছি। সে বিষয়গুলো আমরা তাদের জানিয়েছি। আর যেহেতু এনিয়ে শ্রীলঙ্কা বোর্ডও কিছু বলছে না, তাই এগুলো এখন আমাদের মধ্যেই থাক। পাবলিকলি কিছু বলতে চাইছি না।’
Discussion about this post