এক সময়ের তারকা ব্যাটসম্যান তিনি। বিপর্যয়ের মুখে দলের ব্যাটিংয়ের হাল ধরেছেন একাধিকবার। এবার সেই হাসান তিলকারত্নেকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এরইমধ্যে তিনি যোগ দিয়েছেন দলের সঙ্গে। অবশ্য তারও আগে শ্রীলঙ্কার জুনিয়র দলের সঙ্গে যুক্ত ছিলেন সাবেক এই তারকা ক্রিকেটার।
খেলোয়াড়ি জীবন শেষে অবশ্য খেলা একেবারে ছেড়ে দেননি তিনি। ২০১৩-১৫ পর্যন্ত লঙ্কান জাতীয় দলের নির্বাচক ছিলেন তিলকারত্নে। খেলোয়াড়ি জীবনে ৮৩ টেস্ট খেলেছেন হাসান তিলকারত্নে। ১১টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শ্রীলঙ্কাকে। ১১টি টেস্ট সেঞ্চুরিও আছে তার।
তার নিয়োগের পর শ্রীলঙ্কান ম্যানেজার গুরুসিংহে জানালেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ থেকেই হাসান আমাদের সঙ্গে কাজ করছে। টেস্টে ওর অভিজ্ঞতা অবশ্যই দলকে সাহায্য করবে। চাপের মুখে কী করে পরিস্থিতি সামলাতে হয়, বড় ইনিংস কী করে খেলতে হয়, সবই তার কাছ থেকে শিখতে পারবে তরুণ ক্রিকেটাররা।
তিলকারত্নের আগে লঙ্কানরা বোলিং কোচ হিসেবে আরেক সাবেক চামিন্দা ভাসকে নিয়োগ দেয়া হয়েছে।
Discussion about this post