সিরিজ হেরে গিয়েছিল আগেই! এটা ছিল শুধুই সম্মানের লড়াই। আর সেই লড়াইয়ে জিতল শ্রীলঙ্কা। শুক্রবার পঞ্চম ও শেষ ওয়ানডেতেও ছিল দারুণ নাটকীয়তা। তাতে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা।
এর অর্থ ৫ ম্যাচের সিরিজ পাকিস্তান জিতল ৩-২-এ।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে পাকিস্তান অলআউট হয়ে তুলে ২৩২ রান। অধিনায়ক মিসবাহ করেন সর্বোচ্চ ৫১ রান।
লাসিথ মালিঙ্গা নেন ৪ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে নাটকীয়তার পর নবম উইকেটে দিনেশ চান্দিমাল ও অজন্তা মেন্ডিসের ২৫ বলে ৪০ রানের জুটি গড়ে ২ বল হাতে রেখেই দলকে এনে দেন অসাধারন এক জয়। এর আগে কুশল পেরেরা ৪৭ এবং তিলকরত্নে দিলশান ৪৫ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ৪৯.৩ ওভারে ২৩২/১০ (শারজিল ১৮, হাফিজ ৪১, মিসবাহ ৫১, উমর ২০, আনওয়ার ৪১*; মালিঙ্গা ৪/৫৭, লাকমল ৩/৪২)
শ্রীলঙ্কা: ৪৯.৪ ওভারে ২৩৫/৮ (কুশল ৪৭, দিলশান ৪৫, সাঙ্গাকারা ২২, চান্দিমাল ৬৪*; জুনায়েদ ৩/৩১, আজমল ২/৪৩)
ফল: শ্রীলঙ্কা ২ উইকেটে জয়ী
ম্যাচসেরা: দীনেশ চান্দিমাল
সিরিজসেরা: মোহাম্মদ হাফিজ
Discussion about this post