কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের সকালের পুরোটাই শ্রীলঙ্কার। দিনের শুরুতে বাংলাদেশের বাকি দুটি উইকেট তুলে নেয় স্বাগতিকরা। ইনিংস থামে ২৪৭ রানে। এরপর ব্যাট হাতে শুরু থেকেই আগ্রাসী মেজাজে শ্রীলঙ্কা-লাঞ্চ পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে তোলে ৮৩ রান।
পাতুম নিশাঙ্কা ও লাহিরু উদারার সাবলীল ব্যাটিংয়ে ২১ ওভারে এই রান তোলে শ্রীলঙ্কা। প্রথম ১০ ওভারেই আসে ৫৫ রান। নিশাঙ্কা ৬৪ বলে ৪২ ও উদারা ৬২ বলে ৪০ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা ছিলেন সবচেয়ে অপ্রভাবশালী, মাত্র ২ ওভারে খরচ করেছেন ২০ রান। অন্য বোলাররাও উইকেট তুলে নেওয়ার মতো চাপ তৈরি করতে পারেননি।
দ্বিতীয় দিন সকালে কিছুটা আশা জাগিয়েছিলেন তাইজুল ইসলাম। আগের দিন ৮ উইকেট হারিয়ে ২২০ রানে থাকা দলকে ২৪৭ পর্যন্ত নিয়ে যান তিনি। ৬০ বলে ৫টি চার মেরে ৩৩ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন বাঁহাতি স্পিনার।
তবে তার লড়াই ছিল একার। বাংলাদেশের টপ ও মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ। সাদমান ইসলাম (৪৬), মুশফিকুর রহিম (৩৫), লিটন দাস (৩৪) ও মিরাজ (৩১) ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি। শ্রীলঙ্কার হয়ে অভিষিক্ত সোনাল দিনুশা ৩ উইকেট নিয়ে দারুণ সূচনা করেন টেস্ট ক্যারিয়ারে। তাঁর পাশাপাশি আসিথা ফার্নান্দোও নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ২২০/৮) ৭৯.৩ ওভারে ২৪৭ (তাইজুল ৩৩, ইবাদত ৮, নাহিদ ০*; আসিথা ১৮-২-৫১-৩, ভিশ্ব ১৯-৪-৪৫-২, রাত্নায়াকে ১৭-১-৭২-১, জয়াসুরিয়া ১১-০-৩৬-০, ধানাঞ্জায়া ৫-০-১৫-১, দিনুশা ৯.৩-৩-২২-৩)
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২১ ওভারে ৮৩/০ (নিশাঙ্কা ৪২*, উদারা ৪০*)।
Discussion about this post