বেশ টালমাটাল পরিস্থিতি এখন শ্রীলঙ্কার। অর্থনৈতিক সংকটের সঙ্গে রাজনৈতিক অস্থিরতা, সব মিলিয়ে দিশেহারা অবস্থা দেশটির। এমন সময়ে শ্রীলঙ্কায় এশিয়া কাপ হয় কীনা তা নিয়ে ছিল শঙ্কা। তবে এরইমধ্যে অস্ট্রেলিয়াকে তিন টি-টুয়েন্টি, পাঁচ ওয়ানডে ও দুই টেস্টে আতিথেয়তা দিয়ে শ্রীলঙ্কা বুঝিয়ে দিল শঙ্কা নেই। তারই পথ ধরে এবার নিশ্চিত হয়েছে আগষ্টে শ্রীলঙ্কাতেই শুরু হবে এশিয়া কাপ।
এবারের এশিয়া কাপ শুরু ২৭ আগষ্ট। শেষ ১১ সেপ্টেম্বর। টি-টুয়েন্টি ফরম্যাটের এবারের আয়োজনে লড়বে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কাসহ আরেকটি দেশ।
২০২০ এশিয়া কাপ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। করোনাভাইরাসের কারণে পিছিয়ে সেটি ২০২১ সালে হওয়ার কথা থাকলেও শেষ অব্দি হয়নি। এটিই হচ্ছে ২০২২ সালে। মঙ্গলবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী মিরপুরে বলেন, ‘মূলত এসিসি থেকেই এশিয়া কাপের সিদ্ধান্ত আসবে। এখন পর্যন্ত যা জানি- শ্রীলঙ্কাই আয়োজন করছে। ইতোমধ্যে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা সফর করেছে। তাদের হোস্টিংয়ের চ্যালেঞ্জ হয়ত কাটিয়ে উঠেছে। আশা করছি নির্ধারিত সময়েই এশিয়া কাপ হবে।’
এর আগে ২০১৮ সালে সবশেষ এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাটে হয়েছিল। দুবাইয়ে সেই আয়োজনে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। লম্বা বিরতি শেষে ফের বসছে এশিয়া কাপের আসর।
Discussion about this post