চমক ধরে রেখেই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। এবার শক্তিশালী শ্রীলঙ্কাকে ২৫ রানে হারিয়ে তারা উঠে গেল এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে। এর অর্থ এবারো পদক নিয়েই ফিরছেন সালমা খাতুনরা। শুক্রবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। চীনকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে তারা।
বৃহস্পতিবার ইনচনের ইয়েনহুই ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে শ্রীলঙ্কাকে খুব বড় লক্ষ্য ছুঁড়ে দিতে পারেনি তারা। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে তারা তুলে মাত্র ৯৫ রান।
দলের রান ২ হতেই বাংলাদেশ হারায় প্রথম উইকেট। ফিরে যান শাহনাজ পারভীন (০)। এরপর আয়েশা রহমান আউট মাত্র ৭ রানে।
তবে লতা মন্ডলের ব্যাট থেকে আসে অপরাজিত ৩৪ রান। ফারজানা করেন ২২। অধিনায়ক সালমা ১৪ রান করেন
জবাব দিতে নেমে স্বস্তি পায়নি শ্রীলঙ্কার মেয়েরাও। পান্না ঘোষ আর রুমানা আহমেদের বোলিং তোপে পড়ে তারা অলআউট মাত্র ৭০ রানে। পান্না ৪ ওভারে ১০ রান দিয়ে নেন ৫ উইকেট। রুমানার ১১ রানে ২ উইকেট।
এর আগে এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বুধবার নেপালকে অনায়াসে ৮১ রানে হারান সালমা খাতুনরা। তাতেই বাংলাদেশ উঠেন সেমিফাইনালে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ৯৫/৪, ২০ ওভার (আয়শা ৭, ফারজানা ২২, লতা ৩৪*, সালমা ১৪, রুমানা ৩*, অতিরিক্ত ১৫;চান্দিমা গুনারতেœ ১/১০)।
শ্রীলঙ্কা : ৭০/১০, ১৮.২ ওভার (সিরিবর্ধেনে ১৫, কুমারিহামি ১১; পান্না ঘোষ ৫/১০, রুমানা ২/১১, সালমা ১/১২)।
ফল : বাংলাদেশ ২৫ রানে জয়ী।
Discussion about this post