ছেলেরা যেখানে ব্যর্থতার বৃত্তে বন্ধী সেখানে মেয়েরা মঙ্গলবার চমক দেখালেন। সুপার টেনে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে যখন ৭ হারল মুশফিকের দল তখন জয়ের আনন্দে মাতোয়ারা সালমা খাতুনরা। সিলেট ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ৩ রানে হারাল শ্রীলঙ্কাকে। প্রথম তিন ম্যাচে টানা হারের পর জয় দিয়েই বিশ্বকাপ শেষ করলেন সালমারা।
টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে করে ১১৫ রান। জবাবে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ৯ উইকেটে ১১২ রানে।
বেশ নাটকীয়তা পেয়েছিল এই ম্যাচ। শেষ ওভারে জয়ের জন্য লঙ্কানদের প্রয়োজন ছিল ১৩ রান। হাতে ৩ উইকেট। বল হাতে পেসার পান্না ঘোষ। ওই রোমাঞ্চকর শেষ ওভার শেষে ৩ রানে ম্যাচ জিতে উল্লাসে মাতে বাংলাদেশের মেয়েরা।
১৮ রানে ৩ উইকেট নিয়ে পান্না ম্যাচসেরা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ মহিলা দল : ১১৫/৯, ২০ ওভার (রুমানা ৪১, সালমা ২২, শারমিন ১৮, ফাহিমা ১৪; প্রবোধানি ২/১৮, গুনারতেœ ২/১৫)।
শ্রীলঙ্কা মহিলা দল : ১১২/৯, ২০ ওভার (মেন্ডিস ৩৩, শশিকলা ৩১, জয়ানগানি ১৭; পান্না ৩/১৮, রুমানা ১/২৩, সালমা ১/১৪, জাহানারা ১/২৭)।
ফল : বাংলাদেশ ৩ রানে জয়ী।
ম্যাচসেরা : পান্না ঘোষ।
Discussion about this post