ক্রিকবিডি২৪ রিপোর্ট
নড়বড়ে হয়ে পড়ল নারায়নস্বামী শ্রীনিবাসনের ‘স্ট্যাম্প’!
ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বময় ক্ষমতার অধিকারি সভাপতি এন শ্রীনিবাসনকে সেদেশের সুপ্রীম কোর্ট দায়িত্ব থেকে সরে দাড়াতে বলেছে। ভারতীয় ক্রিকেটকে দুর্নীতির পঙ্কিলতা থেকে মুক্ত করতে হলে শ্রীনিবাসনকে বোর্ড সভাপতির চেয়ারটা ছাড়তে হবে বলে জানিয়েছে সুপ্রীম কোর্ট।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ পাতানো কেলেঙ্কারির এক শুনানিতে মঙ্গলবার ভারতের সুপ্রীম কোর্ট এই নির্দেশনা জারি করে। বোর্ড সভাপতির পদ থেকে স্বেচ্ছায় সরে দাড়াতে সুপ্রীম কোর্ট শ্রীনিবাসনকে আগামী দুদিনের জন্য সময় বেঁধে দিয়েছে। এই সময়ের মধ্যে শ্রীনিবাসন দায়িত্ব থেকে সরে না দাড়ালে তাকে বোর্ড সভাপতির চেয়ার থেকে হটাতে সুপ্রীম কোর্ট পরবর্তীতে নিদের্শনা জারি করতে পারে।
সুপ্রীম কোর্ট তাদের পর্যবেক্ষনে জানায়-শ্রীনিবাসনকে ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতির চেয়ারে রেখে আইপিএলে ম্যাচ পাতানো কেলেঙ্কারির সুষ্ঠ তদন্ত সম্ভব নয়। অবিলম্বে তাকে এই চেয়ার থেকে সরে দাড়াতে হবে।
আইপিএলে ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে শ্রীনিবাসনের দল চেন্নাই সুপার কিংসের নাম জড়িয়ে গেছে। এই দলের প্রধান নির্বাহী মায়াপ্পান এখন জেল হাজতে। মায়াপ্পান পাতানে ম্যাচের সঙ্গে নিজের জড়িয়ে থাকার কথা স্বীকারও করেছেন। এই মায়াপ্পান আর কেউ নন-খোদ শ্রীনিবাসনের জামাই! চেন্নাই সুপার কিংসের বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানের শীর্ষ কর্তাও হলেন শ্রীনিবাসন। মুলত চেন্নাই সুপার কিংসের পাতানো ম্যাচের কেলেঙ্কারিটাই ডুবিয়েছে শ্রীনিবাসনকে।
আইপিএলের এই ম্যাচ পাতানো নিয়ে মুডগাল প্যানেল একটি রিপোর্ট জমা দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড এই প্যানেলের রিপোর্ট নিজস্ব চিন্তা ভাবনা ও সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়নের অনুমতি চেয়ে সুপ্রীম কোর্টের কাছে যায়। আর এই নিয়ে শুনানিতে মঙ্গলবার সুপ্রীম কোর্ট সাফ জানিয়ে দেয়-শ্রীনিবাসনকে বোর্ড কর্তার চেয়ারে রেখে ভারতীয় ক্রিকেটের দুর্নীতি দুর করা সম্ভব নয়। সবার আগে তাকে এই চেয়ার থেকে সরে দাড়াতে হবে। আর এজন্য দুদিন সময় বেঁধে দেয়া হয়েছে তাকে।
সুপ্রীম কোর্টের এই পর্যবেক্ষনের ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনো কোন মন্তব্য করা হয়নি। এমনকি শ্রীনিবাসনও কোন মন্তব্য করেননি। জানা গেছে-কোর্টের নির্দেশনা হাতে পাওয়ার পর তিনি তার আইনজীবিদের সঙ্গে পরামর্শ করে মিডিয়ার মুখোমুখি হয়ে নিজের সিদ্ধান্তের কথা জানাবেন।
এদিকে সুপ্রীম কোর্টের এই নিদের্শনাকে স্বাগত জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের অনেকেই। প্রখ্যাত ক্রিকেট বিশ্লেষক চারু শর্মা তার বিশ্লেষনে জানান-‘শুধু মাত্র বোর্ড সভাপতি নয়, আমার তো মনে হয় আইপিএল কেলেঙ্কারির সুষ্ঠ তদন্তের জন্য পুরো ভারতীয় ক্রিকেট বোর্ডেরই পদত্যাগ করা উচিত। এই বোর্ডের মেয়াদেই এমন কেলেঙ্কারি ঘটেছে। তাই তাদের ক্ষমতায় রেখে এই ঘটনার বিচার বা তদন্ত কোন মতেই নিরপেক্ষ হতে পারে না।’
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে এর আগেও বেশ কিছু কঠিন সময় পার করেছেন শ্রীনিবাসন। তবে প্রতিবারই সে সব লড়াইয়ে জিতে এসেছেন তিনি। ক্রিকেট প্রশাসন কিভাবে চালাতে হয়। কিভাবে ভোট আদায় করতে হয়- সে বিষয়ে সাংগঠনিক দক্ষতা তার বেশ ভাল। সামনের জুনে আইসিসির নতুন সভাপতির চেয়ারেও তারই বসার কথা। আইসিসিতে বহুল আলোচিত বিগ থ্রি’র সুপার বস এখন তিনিই। তবে সুপ্রীম কোর্ট তার পদত্যাগ চাওয়ায় এখন দারুণ বেকায়দায় শ্রীনিবাসনের সাংগঠনিক ক্যারিয়ার।
কোন সন্দেহ নেই-বোর্ড সভাপতি হিসেবে এখন সবচেয়ে কঠিন এবং দুঃসহ ‘ইনিংস’ খেলছেন শ্রীনিবাসন।
পারবেন ‘উইকেট’ বাঁচাতে?
Discussion about this post