মেঘলা আকাশ, বৃষ্টির শঙ্কা, তার মাঝেও মিরপুরে জমজমাট লড়াই। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সপ্তম রাউন্ডে আজ একমাত্র সম্পূর্ণ হওয়া ম্যাচে অগ্রণী ব্যাংককে ১ উইকেটে হারিয়ে দিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। শেষ বল পর্যন্ত রোমাঞ্চ ছড়ানো এই ম্যাচে দলের জয়ের নায়ক হয়েছেন মোহাম্মদ রাকিব, ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি।
এদিন বিকেএসপিতে হওয়া দুইটি ম্যাচই পরিত্যক্ত হয় বৃষ্টি ও আলোক স্বল্পতায়। ফলে মাঠে গড়ায়নি গুলশান ক্রিকেট ক্লাব বনাম লিজেন্ডস অব রূপগঞ্জ এবং রূপগঞ্জ টাইগার্স বনাম ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ।
এই দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সুপার লিগের দৌড়ে পিছিয়ে পড়েছে গুলশান ও লিজেন্ডস অব রূপগঞ্জ। জিতলে গুলশান উঠে যেতে পারত তিন নম্বরে, আর লিজেন্ডস পাঁচে। তবে পয়েন্ট ভাগাভাগির ফলে গুলশান (৯ পয়েন্ট) আছে পাঁচ নম্বরে, আর লিজেন্ডস (৭ পয়েন্ট) আছে সাত নম্বরে।
মিরপুরে থেমে থেমে বৃষ্টি হলেও ম্যাচ চলেছে, এবং সেখানে হয়েছে এক রোমাঞ্চকর লড়াই। অগ্রণী ব্যাংক টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২১৮ রান তোলে। ব্যাটিংয়ে সবচেয়ে বড় অবদান রাখেন মার্শাল আইয়ুব (৬৪ রান)। সাদমান ইসলাম করেন ৩১ রান, অধিনায়ক ইমরুল কায়েস ফেরেন ১৯ রান করে। পারটেক্সের হয়ে নাঈম ইসলাম জুনিয়র ৩টি, মোহর শেখ, আলাউদ্দিন বাবু ও জাওয়াদ রোয়েন প্রত্যেকে ২টি করে উইকেট নেন।
রান তাড়ায় নেমে পারটেক্স শুরুতেই ধাক্কা খায়। তৃতীয় ওভারেই ৩ রানে ওপেনার জয়রাজ শেখ ফিরে যান। ৯১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। তবে মোহাম্মদ রাকিব ও আহরার আমিনের ৭০ রানের জুটি ম্যাচে ফেরায় পারটেক্সকে। আহরার ২২ রান করে ফিরলেও রাকিব লড়াই চালিয়ে যান।
শেষ ৬ বলে দরকার ১০ রান, হাতে মাত্র ১ উইকেট—এই রোমাঞ্চের মুহূর্তেই পারটেক্সের জয়ের নায়ক হয়ে ওঠেন রাকিব। দ্বিতীয় বলে চার, চতুর্থ বলে আরেকটি চার। শেষ বলে দরকার ১ রান, স্ট্রাইক নেয় শেষ ব্যাটসম্যান আবদুল গাফফার। ব্যাট ছুঁয়ে বল ঠেলে দৌড় শুরু করেন, দুই ব্যাটসম্যান দাগ ছুঁতেই শুরু হয় পারটেক্সের জয় উদযাপন!
ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ রাকিব, ১০৩ বলে ৮০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।
সংক্ষিপ্ত স্কোর-
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব: ২১৮/১০ (মার্শাল আইয়ুব ৬৪, সাদমান ইসলাম ৩১, নাঈম ইসলাম জুনিয়র ৩/৪১)
পারটেক্স স্পোর্টিং ক্লাব: ২১৯/৯ (মোহাম্মদ রাকিব ৮০*, আদিল ৩২)
ফল: পারটেক্স ১ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মোহাম্মদ রাকিব
Discussion about this post