নীরবে নিভৃতে ক্যারিয়ারটা অনেক দুর এগিয়ে গেছে শোয়েব মালিকের। তারই পথ ধরে এবার অনন্য একটা রেকর্ডেরও মালিক হয়ে গেলেন এই অলরাউন্ডার। পাকিস্তানের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে ৩০০ টি-টুয়েন্টি ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন তিনি। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে মাঠে নেমেই এই রেকর্ড ছুঁয়ে ফেলেন তিনি।
শোয়েব মালিক পাকিস্তানের টি-টুয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের মধ্যে অন্যতম। জাতীয়, আন্তর্জাতিক ও বিভিন্ন দেশের লিগে খেলে তিনি মোট ৭ হাজার ৬৫৩ রান তুলেছেন তিনি। যদিও ২০ ওভারের ক্রিকেটে কোন শতরান নেই তার। আছে ৪৬টি হাফ সেঞ্চুরি।
১৩ বছরের ক্যারিয়ারে পাকিস্তান জাতীয় দল সহ বিভিন্ন দেশের ১৫টি ভিন্ন ভিন্ন দলের হয়ে ৩০০টি ম্যাচ খেলেছেন মালিক। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার বিভিন্ন দলকে ৯৭টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। অধিনায়ক হিসেবে জয়ের হার ৬৯ শতাংশ।
পাকিস্তান ছাড়াও শোয়েব মালিক খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, করাচি কিংস, মুলতান সুলতানস, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, শিয়ালকোট অঞ্চল ও শিয়ালকোট স্ট্যালিয়ন্সের হয়ে।
সেই তারকা ক্রিকেটারকের অনুপ্রেরণার উৎস হয়ে আছেন টেনিস তারকা সানিয়া মির্জা। তারা সংসার পেতেছেন মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে।
Discussion about this post