রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবারের ভয়াবহ বিমান দুর্ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থীদের প্রাণহানির এই মর্মন্তুদ ঘটনায় সরকার আজ মঙ্গলবার রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করেছে।
এ শোক দিবসকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটাঙ্গনে একাধিক শ্রদ্ধা কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছে। আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে থাকবে বিশেষ শোকচিহ্ন ও নিরবতা।
বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, আজ স্টেডিয়াম এবং বোর্ড কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালরা মাঠে নামবেন কালো আর্মব্যান্ড পরে। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে দুর্ঘটনায় নিহতদের স্মরণে।
এছাড়া আজকের ম্যাচে থাকবে না কোনো ধরনের সঙ্গীত, চিয়ার বা বিনোদনমূলক আয়োজন। সাধারণত টি-টোয়েন্টি ম্যাচে দর্শকদের উদ্দীপনায় রাখতে যেসব মিউজিক বাজানো হয়, আজ তার কোনোটিই থাকবে না।
বিসিবির পক্ষ থেকে নিহতদের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। বোর্ড জানিয়েছে, এই শোকের মুহূর্তে পুরো জাতির সঙ্গে সংহতি প্রকাশ করছে তারা।
এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের ক্রিকেট তারকারাও। সাকিব, মাশরাফি, তামিমসহ জাতীয় দলের অনেক খেলোয়াড় সামাজিক মাধ্যমে শোকবার্তা দিয়েছেন। মর্মাহত কণ্ঠে তারা বলেছেন, এই ধরনের ট্র্যাজেডির ভাষা খুঁজে পাওয়া কঠিন।
Discussion about this post